বর্ষসেরা উইজডেন অ্যালামনাক খেলোয়াড় বুমরাহ-মান্দনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৯
বর্ষসেরা উইজডেন অ্যালামনাক খেলোয়াড় বুমরাহ-মান্দনা

উইজডেন ইন্ডিয়া অ্যালামনাক ঘোষিত বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন ভারতের দুই খেলোয়াড় পুরুষ দলের স্পিডস্টার জসপ্রিত বুমরাহ ও নারী দলের ব্যাটসম্যান স্মৃতি মন্দনা।

ঘোষিত এ তালিকায় অন্য তিনটি ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের ফখর জামান-শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে ও আফগানিস্তানের রশিদ খান।

ঘরোয়া আসরে সর্বোচ্চ রান করে টেস্ট দলে ডাক পাওয়ায় সপ্তম আসরে সেরাদের কাতারে নাম আছে ভারতের ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের।

মিতালি রাজ ও দিপ্তি শর্মার পর তৃতীয় নারী খেলোয়াড় হিসেবে বর্ষসেরা খেলোয়াড় হন মন্দনা। গুন্ডাপ্পা বিশ্বনাথ ও লালা অমরনাথের নাম উইজডেন হল অব ফ্রেমে অর্ন্তুভুক্ত করা হয়েছে।



শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান যেতে চাচ্ছেন না ডোমিঙ্গো-ভেট্টরিরা

পাকিস্তান যেতে চাচ্ছেন না ডোমিঙ্গো-ভেট্টরিরা

প্রস্তুত পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর

প্রস্তুত পাকিস্তানের নতুন অধিনায়ক বাবর

রুমানার হাফ-সেঞ্চুরিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

রুমানার হাফ-সেঞ্চুরিতেও পাকিস্তানের কাছে হারলো বাংলাদেশ

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : পাপন

সাকিবকে ছাড় দেওয়ার প্রশ্নই আসে না : পাপন