শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৫ পিএম, ২৫ অক্টোবর ২০১৯
শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ফাইল ছবি

নিজ মাঠে শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে আসন্ন সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঘোষিত যুব দলের এ সিরিজ দিয়ে বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডয়ামের আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে অভিষেক হবে।

সফরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুইটি চারদিনের এবং পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কান যুবারা। সব ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালের আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে।

চলতি মাসের ২৬-২৯ অক্টোবর অনুষ্ঠেয় চারদিনের প্রথম ম্যাচ দিয়ে সফর শুরু করবে লঙ্কারনা। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২-৫ নভেম্বর।

চারদিনের পর পাঁচটি ওয়ানডে খেলবে দুই দল। ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। এরপর ১১, ১৪, ১৭ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে পরের ম্যাচগুলো।

ঘরের মাঠে সিরিজে ১৫ সদস্যের বাংলাদেশ যুব দলের নেতৃত্ব দেবেন অমিত হাসান। এছাড়া স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে আরও পাঁচজনকে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
অমিত হাসান (অধিনায়ক), সাজিদ হোসেন সিয়াম, আলভি হক, প্রিতম কুমার, শাহাদাত হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, সাকিব শাহরিয়ার, এসএম মেহেরব হোসেন,মিনহাজুর রহমান মোহান্না, নাইমুর রহমান নয়ন, শহিদুল ইসলাম প্রামাণিক, আশরাফুল ইসলাম সিয়াম, মো. আব্দুল্লাহ হিল গালিব, মোহাম্মদ শাহিন আলম, নোমান চৌধুরী।

স্ট্যান্ড বাই
অনিক সরকার, মো. মেহেদি হাসান, আশিকুর রহমান নাবিল, আব্দুল্লাহ আল মামুন, আইচ মোল্লা।



শেয়ার করুন :


আরও পড়ুন

সাড়ে ৩ ঘণ্টা আগেই ব্যাট হাতে মাঠে মুশফিক

সাড়ে ৩ ঘণ্টা আগেই ব্যাট হাতে মাঠে মুশফিক

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

তিন বছরের মধ্যে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল

ঢাকায় সাকিবদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

ঢাকায় সাকিবদের স্পিন বোলিং কোচ ভেট্টরি

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি