টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫৯ পিএম, ২৪ অক্টোবর ২০১৯
টি-২০ সিরিজ খেলছে না সাইফউদ্দিন, নিশ্চিত করলো বিসিবি

ফাইল ছবি

পিঠের ইনজুরির কারণে আসন্ন ভারত সফরে টি-২০ সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।

পিঠের চোট দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছে সাইফউদ্দিনকে। বিসিবি আজ নিশ্চিত করলেও বেশ কয়েকদিন আগেই তার খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়েছিল। অবশেষে সেটিই সত্য হলো। এ চোট নিয়ে গত মাসে ত্রিদেশীয় টি-২০ সিরিজে খেললেও ভারতের সফরের টি-২০ সিরিজে খেলতে পারবেন না সাইফউদ্দিন।

খেললে তাকে আবারও ঝুঁকি নিতে হবে। তবে এবার আর কোন রকম ঝুঁকিতে যেতে রাজি নয় বিসিবি। কারণ বেশ কয়েকবার স্ক্যানও করা হয়েছে তার। সেখানে রিপোর্টে ভালো সংকেত আসেনি।

ফলে শেষ পর্যন্ত ভারত সফরের টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন সাইফউদ্দিন। তবে সুস্থ হওয়ার জন্য পুনর্বাসন চালিয়ে যাওয়া ও বিসিবির মেডিকেল দলের পর্যবেক্ষণে থাকবেন তিনি।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও জুলিয়ান কালেফাতো বলেছেন, পিঠের ইনজুরির কারণে ভারত সফর থেকে বাদ পড়লেও সুস্থ হওয়ার জন্য তাকে বিশ্রামে থাকতে হবে। নিজেকে ফিট করার জন্য এখন সে সুযোগ পাবে এবং তার ইনজুরির আপডেটের জন্য আগামী সপ্তাহে আবারও পর্যালোচনা করবে মেডিকেল টিম।

এদিকে সাইফউদ্দিনের পরিবর্তে ভারত সফরে টি-২০ দলের জন্য এখনো কারও নাম ঘোষণা করেনি বিসিবি। গত ১৭ অক্টোবর ভারত সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল বিসিবি।

ভারত সফরে বাংলাদেশ টি-২০ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

ক্যারিয়ার সেরা বোলিং সাইফউদ্দিনের

আইপিএল খেলার পথ খুলছে সাইফউদ্দিনসহ যাদের

আইপিএল খেলার পথ খুলছে সাইফউদ্দিনসহ যাদের

সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন

সমালোচনার জবাব দিতে চেয়েছিলাম : সাইফউদ্দিন

উইকেট শিকারে শীর্ষ দশে বাংলাদেশের তিনজন

উইকেট শিকারে শীর্ষ দশে বাংলাদেশের তিনজন