ক্রিকেটের ব্যাপক জনপ্রিয়তায় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) দেশটির সবচেয়ে ধনী প্রতিষ্ঠান। পৃষ্ঠপোষক ও টেলিভিশন স্বত্ব থেকে ব্যাপক অর্থ উপার্জন করে ভারতীয় বোর্ড। বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েই বোর্ডকে দুর্নীতি মুক্ত করার প্রতিশ্রুতি দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
ধারবাহিক কেলেঙ্কারিতে টালমাটাল বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ডটিতে যেমন দুর্নীতি রয়েছে, তেমনি রয়েছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। ফিক্সিংয়ের কারণে বিশেষ করে সবচেয়ে আকর্ষণীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-২০ টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) কলঙ্কিত হয়েছে।
আদালতের আদেশে একটি কমিটির সদস্য হিসেবে প্রায় দুই বছর ধরে ভারতীয় বোর্ডে সংশ্লিষ্ট থাকার পর বুধবার (২৩ অক্টোবর) প্রাথমিকভাবে ১০ মাসের জন্য বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৭ বছর বয়সি ও দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
বিসিসিআই’র প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর সৌরভ বলেন, ‘এ দায়িত্ব পালনের সুযোগ পাওয়াটা আমার জন্য দারুন সম্মানের। অনেক কিছু ফিরিয়ে আনতে হবে, কিছু ক্ষেত্রে সংস্কার করতে হবে এবং সর্বোপরি প্রাদেশিক অ্যাসোসিয়েশনগুলোকে আরও বেশি পরিমাণ অর্থ দিতে হবে।
তিনি বলেন, এটি একটি বিশাল চ্যালেঞ্জ। আমার জানা পথ ধরেই আমি সেটি করব। যেটি বিসিসিআই’র জন্য উপযুক্ত মনে করব সেটিই করব। বিশ্বাস যোগ্যতা, দুর্নীতি মুক্ত করণের বিষয়ে কোন আপোষ নয়। এটি বিসিসিআইর সবার জন্য সমানভাবেই প্রযোজ্য। যেভাবে আমি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি সেভাবেই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার হাতে যতটুকু সময় আছে সেটুকুর মধ্যেই যতটুকু সম্ভব এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে চাই।