নিজ মাঠে সফরকারী বাংলাদেশ নারী দলের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বুধবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।
শনিবার লাহোরে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের এ টি-২০ সিরিজ। একই ভেন্যুতে এরপর দুই ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশ ও পাকিস্তান নারী ক্রিকেট দল।
এদিকে পাকিস্তানের বিপক্ষে টি-২০ ও ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দুই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজে বাংলাদেশের টি-২০ দলের অধিনায়কত্ব করবেন সালমা খাতুন এবং ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রুমানা আহমেদ।
পাকিস্তান নারী টি-২০ দল
বিসমাহ মারুফ (অধিনায়ক), আলিভা রিয়াজ, আনাম আমিন, আয়েশা জাফর, দিয়ানা বেগ, ইরাম জাভেদ, জাভেরিয়া খান, কাইনাত ইমতিয়াজ, নাহিদা খান, ওমাইমা সোহেল, সাবা নাজির, সাইদা ইকবাল, সানা মীর, সিদ্রা আমিন এবং সিদ্রা নওয়াজ।
Pakistan women team for T20I series against Bangladesh announced#PAKWvBANW
— PCB Media (@TheRealPCBMedia) October 23, 2019
More: https://t.co/ENT4GjUlBN pic.twitter.com/O1D6OP3qt7