ধর্মঘটের বিষয় নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে বসছে সাকিবরা। গুলশানের এক হোটেলে বুধবার সন্ধ্যায় তাদের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারা সিদ্ধান্ত নিয়েছেন বিসিবির সাথে কথা বলবেন। আজ (বুধবার) রাতেই তারা বিসিবিতে গিয়ে কথা বলবেন। তিনি আশা করেন আজকেই সমস্যার সমাধান হয়ে যাবে।
এর আগে সাংবাদিকদের সাথে প্রায় এক ঘণ্টা কথা বলেন সাকিবদের মুখপাত্র ব্যারিস্ট্রার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, খেলোয়াড়দের আগের ১১ দফা দাবির সাথে আরও ২টি দাবি যোগ করা হয়েছে। মোট ১৩ দফা দাবি নিয়ে বিসিবির সাথে কথা বলবেন সাকিবরা।
গুলশানে নিজেদের মধ্যে পরামর্শ শেষ মিরপুরের দিকে চলে যান সাকিবরা। রাত ৯টার দিকে বিসিবিতে বোর্ড সভাপতি পাপনসহ অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন তারা।