নিজ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে ফিটনেস ফিরে পাওয়ার জন্য আপ্রাণ লড়াই করছেন সাইড স্ট্রেইনে আক্রান্ত অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ।
এডিলেডে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে প্রথম ম্যাচের প্রস্তুতি নিতে শেফিল্ড শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ম্যাচে মাঠে নামেননি ভিক্টোরায়ার এ তারকা।
পার্থ রেডিও-৬পিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিঞ্চ বলেছেন, ‘আমার আঘাত গুরুতর নয়। সুস্থ হতে সময় লাগবে না। তবে আমি এখনো ওই ইনজুরিতে রয়েছি। সেটি খুবই সামান্য। আশা করি, মেডিকেল স্টাফরা সেটি সম্পূর্ণ কমিয়ে দিতে পারবে।’
সুস্থতা ফিরে পেলে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম ম্যাচেই ডেভিড ওয়ার্নারের সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে নামতে পারবেন বলে আশা করছেন ফিঞ্চ। এডিলেডের ম্যাচের পর ব্রিজবেন ও মেলবোর্নে লাসিথ মালিঙ্গার নেতৃত্বাধীন লঙ্কানদের মোকাবেলা করবে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কা সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ ম্যাচ খেলতে টিম অস্ট্রেলিয়া।