সাকিবদের দাবি নিয়ে বৈঠকে বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ২২ অক্টোবর ২০১৯
সাকিবদের দাবি নিয়ে বৈঠকে বিসিবি

বেতন-ভাতা ও বৈষম্য নিয়ে ক্রিকেটারদের ডাক দেওয়া ধর্মঘটে অচলাবস্থা তৈরি হয়েছে বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ১১ দফা দাবি উত্থাপন করেছেন।

সমস্যা সমাধানের জন্য আজ (মঙ্গলবার) দুপুরে বৈঠকে বসবেন বিসিবির কর্মকর্তারা। বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিসিবির পরিচালনা পর্ষদের যেসব সদস্য ঢাকায় আছেন, তাদের নিয়ে আলোচনায় বসে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে খেলোয়াড়দের উন্নয়নে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশও (কোয়াব) দুপুরে সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের ধর্মঘটের বিষয়ে কথা বলবে বলে জানা গেছে।

সোমবার (২১ অক্টোবর) মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের মুখপাত্র হয়ে সংবাদ সম্মেলনে জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ মাধ্যমে কথা বলেন। এ সময় তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহসহ সিনিয়র ক্রিকেটাররা উপস্থিত থেকে নিজেদের দাবি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ১১ দফা দাবি মানা না হলে সব ধরনের ক্রিকেট খেলা থেকে তারা বিরত থাকবেন। এতে অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশের ভারত সফর ও চলমান জাতীয় লিগের খেলা।



শেয়ার করুন :


আরও পড়ুন

দাবি আদায়ে ধর্মঘটে সাকিব-তামিমরা

দাবি আদায়ে ধর্মঘটে সাকিব-তামিমরা

যে ১১ দাবিতে ধর্মঘটে বাংলাদেশ ক্রিকেটাররা

যে ১১ দাবিতে ধর্মঘটে বাংলাদেশ ক্রিকেটাররা

সাকিবদের দাবি বিবেচনার আশ্বাস বিসিবির

সাকিবদের দাবি বিবেচনার আশ্বাস বিসিবির

অবশেষে ১১ দফা দাবিতে সমর্থন দিলেন মাশরাফি

অবশেষে ১১ দফা দাবিতে সমর্থন দিলেন মাশরাফি