নেতৃত্ব হারালেও শীর্ষেই থাকছেন সরফরাজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৩৭ এএম, ২১ অক্টোবর ২০১৯
নেতৃত্ব হারালেও শীর্ষেই থাকছেন সরফরাজ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মাত্র দুইদিন আগেই সরফরাজ আহমেদের অধিনায়কত্ব কেড়ে নিয়েছে। এরপরই পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সরফরাজকে নিয়ে গুঞ্জন শুরু হয়।

দেশটির কয়েকজন ক্রিকেটার এমন মন্তব্যও করেন যে, সরফরাজ আহমেদকে আর জাতীয় দলে দেখা নাও যেতে পারে। দেশের ইতিহাসে সরফরাজ ছিলেন সবচেয়ে বাজে অধিনায়ক ইত্যাদি।

তবে সরফরাজ আহমেদের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিলেও তাকে দলেই রেখেছে পিসিবি। শুধু দলেই নয়, তিন ফরম্যাটের দলে থাকা বিদায়ী অধিনায়ক সরফরাজকে কেন্দ্রীয় চুক্তির শীর্ষ ক্যাটাগরি ‘এ’ শ্রেণিতে রাখা হয়েছে। বিষয়টি পিসিবি পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সরফরাজকে নিচের কেন্দ্রীয় চুক্তিতে ক্যাটাগরিতে নামিয়ে দেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে পিসিবির এক মুখপাত্র জানিয়েছেন, আগামী বছর জুলাই মাস পর্যন্ত শীর্ষ ক্যাটাগরিতেই থাকবেন সরফরাজ আহমেদ। যেহেতু তিন ফরম্যাটের দলেই তাকে পাওয়া যাচ্ছে তাই কেন্দ্রীয় চুক্তিতে কোন পরিবর্তন আনা হবে না।

পাকিস্তানের শীর্ষস্থানীয় ‘এ’ শ্রেণিভুক্ত ক্রিকেটার রয়েছেন মাত্র তিনজন। সরফরাজ ছাড়া অপর দুই খেলোয়াড় হলেন দেশটির টি-২০ দলের নব নিযুক্ত অধিনায়ক বাবর আজম ও লেগ স্পিনার ইয়াসির শাহ।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেতৃত্ব হারালেন সরফরাজ, নতুন দায়িত্বে আজহার ও বাবর

নেতৃত্ব হারালেন সরফরাজ, নতুন দায়িত্বে আজহার ও বাবর

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে ‌‘বিশ্রামে’ কোহলি

আবারও পিঠের ইনজুরি, ভারতের বিপক্ষে নেই সাইফুদ্দিন

আবারও পিঠের ইনজুরি, ভারতের বিপক্ষে নেই সাইফুদ্দিন

টেস্টেও রোহিতের ডাবল-সেঞ্চুরি, রেকর্ড

টেস্টেও রোহিতের ডাবল-সেঞ্চুরি, রেকর্ড