১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ড বইয়ে জয়সওয়াল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ১৬ অক্টোবর ২০১৯
১৭ বছরে ডাবল সেঞ্চুরি, রেকর্ড বইয়ে জয়সওয়াল

লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৭ বছর ২৯২ দিনে ডাবল সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লিখালেন বাঁ-হাতি ওপেনার যশবি জয়সওয়াল। এখন লিস্ট ‘এ’ ক্রিকেটে এ রেকর্ডের সর্বকনিষ্ট ব্যাটসম্যান তিনি।

ভারতের ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে ব্যাঙ্গালুরুতে ঝাড়খন্ডের বিপক্ষে মুম্বাইয়ের হয়ে নিজের চতুর্থ ম্যাচে ১৫৪ বলে ১৭টি চার ও ১২টি ছক্কা ২০৩ রানের ইনিংস খেলেন জয়সওয়াল। যার মাধ্যমে লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বকনিষ্ট ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন জয়সওয়াল।

লিস্ট ‘এ’ ক্রিকেটে এত কম বয়সে আর কোন ব্যাটসম্যানই ডাবল-সেঞ্চুরি করতে পারেননি। এছাড়া এ ইনিংসে ১২টি ছক্কা মেরেছেন জয়সওয়াল। যা বিজয় হাজারে ট্রফিতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

সবমিলিয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা সপ্তম ভারতীয় ব্যাটসম্যান জয়সওয়াল। তার আগে এ রেকর্ডের তালিকায় নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকার, বিরেন্দার শেবাগ, রোহিত শর্মা (তিনবার), শিখর ধাওয়ান, করণ বীর কৌশল এবং সঞ্জু স্যামসন। এর মধ্যে এবারের আসরে কৌশল ও স্যামসন ডাবল-সেঞ্চুরি করেছেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড গড়লেন বিরাট কোহলি

রেকর্ড গড়লেন বিরাট কোহলি

আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

আগ্রাসী ব্যাটিংয়ের মূলমন্ত্র জানালেন রোহিত শর্মা

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

টি-২০ ইতিহাসে যত হ্যাটট্রিক

সিপিএলে শিরোপা জিতলো সাকিবদের বার্বাডোজ

সিপিএলে শিরোপা জিতলো সাকিবদের বার্বাডোজ