আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে হারানো সদস্যপদ আবারও ফেরত পেল জিম্বাবুয়ে ক্রিকেট। সোমবার (১৪ অক্টোবর) আইসিসি বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জিম্বাবুয়ে সরকার দেশের ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণার করার পর বোর্ড পরিচালনায় সরকারের হস্তক্ষেপ না থাকার বিষয়টি নিশ্চিত করতে না পারায় আইসিসি সদস্যপদ স্থগিত করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ এ সংস্থাটি। চলতি বছরের ১৮ জুলাই (বৃহস্পতিবার) লন্ডনে আইসিসির বোর্ড এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে দেশটির আদালতের এ নির্দেশে ৮ আগস্ট (বৃহস্পতিবার) ক্রিকেট নির্বাচিত কমিটিকে পুনর্বহাল করা হয়। যা ওই সময় আইসিসির নিষেধাজ্ঞামুক্ত হওয়ার প্রথম পদক্ষেপ হবে অভিহিত করা হয়।