বিসিসিআই’র সভাপতি হচ্ছেন গাঙ্গুলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১৪ অক্টোবর ২০১৯
বিসিসিআই’র সভাপতি হচ্ছেন গাঙ্গুলি

ফাইল ছবি

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বিসিসিআই’র সভাপতি পদের জন্য একমাত্র প্রার্থী ছিলেন গাঙ্গুলিই। সোমবার মুম্বাইয়ে সভা শেষে এএফপিকে এ তথ্য জানায় বিসিসিআই।

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক গাঙ্গুলি। ২০০৮ সালে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন তিনি। ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলি।

গত মাসে পুনরায় দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি নির্বাচিত হয়েছিলেন গাঙ্গুলি। এবার বিসিসিআই’র সভাপতি হতে যাচ্ছেন তিনি।

আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাওয়ার আগে গাঙ্গুলি বলেছেন, ‘আর্থিকভাবে ভারত একটি পরাশক্তি। সুতরাং এ দায়িত্ব পালন হবে অনেক বড় চ্যালেঞ্জিং।’

বিসিসিআই’র সবচেয়ে আকর্ষণীয় টি-২০ টুর্নামেন্ট আইপিএলের চেয়াম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে ভারতের সাবেক ব্যাটসম্যান ও অভিজ্ঞ প্রশাসক ব্রিজেশ প্যাটেলকে।

সোমবারই ছিল বিসিসিআই’র সভাপতি পদের মনোনায়ন জমা দেয়ার শেষ তারিখ। আগামী ২৩ অক্টোবর হবে নির্বাচন। ঐ নির্বাচনে গাঙ্গুলিই যেহেতু একজন প্রার্থী, তাই এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে বিসিসিআই’র হবু বস হতে যাচ্ছেন তিনিই।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ’র ছেলে জয় শাহ’কে বিসিসিআই’র সচিবের পদে বসানো হচ্ছে।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

বোলিং করলে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পান মাহমুদউল্লাহ

বোলিং করলে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস পান মাহমুদউল্লাহ

সফল শ্রীলঙ্কা সফর শেষে ধারাবাহিকতা চান সাইফ

সফল শ্রীলঙ্কা সফর শেষে ধারাবাহিকতা চান সাইফ

সিরিজ জয়ের বিশ্বরেকর্ড গড়লো ভারত

সিরিজ জয়ের বিশ্বরেকর্ড গড়লো ভারত

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব

আইপিএলে ইতিহাস তৈরি করলো পাঞ্জাব