সফল শ্রীলঙ্কা সফর শেষে ধারাবাহিকতা চান সাইফ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৯
সফল শ্রীলঙ্কা সফর শেষে ধারাবাহিকতা চান সাইফ

ফাইল ছবি

পারফরমেন্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে চান বাংলাদেশের ক্রিকেটে নতুন প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে একটি ‘বড় নাম’ সাইফ হাসান। উদীয়মান এ ক্রিকেট তারকা শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দারুণ দ্যুতি ছড়িয়েছেন।

সফরকালে বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। তার আগে দীর্ঘ ভার্সনের দুটি ম্যাচই ড্র করেছে সফরকারী দল।

তিন ম্যাচের সিরিজে সাইফ ব্যাট হাতে ১৫৪ রান সংগ্রহ করার পাশাপাশি বল হাতে নিয়েছেন তিনটি উইকেট, যা সিরিজ জয়ে দলকে সহায়তা করেছে। তার এ পারফর্মেন্স নির্বাচকদেরও দৃষ্টি আকর্ষণ করেছে। যে কারণে জাতীয় দলে তার অন্তর্ভুক্তির বিষয়টি আলোচিত হচ্ছে বার বার।

শ্রীলঙ্কা থেকে রোববার ঢাকা ফেরার পর বাংলাদেশ ‘এ’ দলের এই মেধাবী ক্রিকেটার বলেন,‘ দলে জায়গা পাওয়ার বিষয়টি নির্বাচকদের ওপর নির্ভর করছে। আমি যদি ধারাবাহিকভাবে ভালো খেলতে পারি তাহলে সুযোগ আসবে। এ মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য হচ্ছে যত বেশি সম্ভব রান সংগ্রহ করা। বিগত প্রতিটি ম্যাচেই আমি গুরুত্ব দিয়ে খেলেছি। সেটি যখন কার্যকর হয়েছে ভাল লেগেছে। আমি সব সময় চেষ্টা করি সুযোগ পেলেই সেটা কাজে লাগানোর।

তিনি আরও বলেন, অনেক আগে থেকেই আমি জাতীয় দলের জন্য প্রস্তুত হতে শুরু করেছি। আমি আমার ফিটনেস উন্নতি করারও চেষ্টা করে যাচ্ছি। সেই সঙ্গে চেষ্টা করছি ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি করার। সামান্যতম সুযোগ পেলেই সেটিকে কাজে লাগানোর চেষ্টা করি, যাতে নিজের উন্নতি হয়। আমি নিজের উন্নতির পাশাপাশি জাতীয় দলের জন্যও নিজেকে প্রস্তুত করে নিচ্ছি।

সাইফ বলেন, ব্যাটিংয়ে তিনি এমন কিছু কৌশল রপ্ত করেছেন যা তাকে দারুণ প্রতিদান দিচ্ছে। প্রিমিয়ার লিগ থেকেই আমি ভালো খেলছি। সেই সঙ্গে চেষ্টা করছি ব্যাটিংয়ে কিছু পরিবর্তন আনার। আমি নতুন ধাচের খেলা অনুসরণ করার চেষ্টা করছি যা শ্রীলঙ্কা সফরে ভালো ফল দিয়েছে।

বাংলাদেশ ‘এ’ দলের এই ক্রিকেটার বলেন, ‘ভারত সফরেও আমি ব্যাটিং স্টাইল পরিবর্তন করে কিছু ভালো ইনিংস খেলতে পেরেছি।’

চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) সেই ধাচে খেলে ভালো কিছু করার অপেক্ষায় আছেন বলে জানান সাইফ।বলেন, ‘আমি সুযোগ পেলে সেটিকে ভালোভাবেই কাজে লাগাতে চাই। জাতীয় ক্রিকেট লিগে আমার চেষ্টা থাকবে ভালো রান সংগ্রহ করার।’



শেয়ার করুন :


আরও পড়ুন

সিপিএলে শিরোপা জিতলো সাকিবদের বার্বাডোজ

সিপিএলে শিরোপা জিতলো সাকিবদের বার্বাডোজ

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশের যুবারা

ছুটি বাড়লো সাকিবের, সিপিএলে না খেলার সম্ভাবনা

ছুটি বাড়লো সাকিবের, সিপিএলে না খেলার সম্ভাবনা

রেকর্ড গড়লেন বিরাট কোহলি

রেকর্ড গড়লেন বিরাট কোহলি