আইপিএলে কলকাতার বোলিং চমক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ৩০ জানুয়ারি ২০১৮
আইপিএলে কলকাতার বোলিং চমক

শেষ হয়েছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএলের ১১তম আসরের নিলাম। দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে বারবারই আলোচনায় আসছে কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের প্রথম দিন থেকেই মেপে পা ফেলেছে কলকাতা নাইট রাইডার্স, তুলে নিয়েছে সেরা ক্রিকেটারদের। আর এরই মধ্যে নজর কেড়েছে কেকেআর এর বোলিং আক্রমণ।

সুনীল নারিন- মিষ্ট্রি স্পিনার, নাইটব্রিগেডর বহু যুদ্ধের নায়ক। তাকে রিটেন করা একেবারেই সঠিক সিদ্ধান্ত। শেষবার বোলিংয়ের পাশাপাশি ওপেনিংয়েও চমক দিয়েছিলেন ক্যারিবিয়ান স্পিনার।

কুলদীপ যাদব- এই মুহূর্তে ভারতের ওয়ান ডে ফরমেটে অন্যতম সেরা স্পিনার। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক রয়েছে কুলদীপের। টি-টোয়েন্টিতে তাই কুলদীপ কেকেআরের সেরা অস্ত্র।

মিচেল জুটি- পেস বিভাগে চমক মিচেল জুটি। দু’জনেই অস্ট্রেলিয়ান। মিচেল স্টার্ক আর মিচেল জনসন। বাঁহাতি দুই পেসারের গতি অন্য দলগুলোকে বেকায়দায় ফেলতে পারে।

সিভম মাভি ও কমলেশ নাগারকটি- অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুই পেসারই দারুণ বল করছেন। দুই তরুণ তুর্কিতেই আস্থা নাইটব্রিগেডের।

এছাড়া রয়েছেন, পীযুষ চাওলা,বিনয় কুমার, জেভন সিয়ারলেস।

আর অলরাউন্ডার হিসেবে খেলবেন আন্দ্রে রাসেল। এই ক্রিকেটারকে শুরুতেই রিটেন করে কেকেআর।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

আফগানকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

লারাকে ছাড়িয়ে গেলেন কোহলি

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

টেস্ট খেলতে চট্টগ্রামে শ্রীলঙ্কা-বাংলাদেশ

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান

বিশ্বকাপের সেমিতে মুখোমুখি ভারত-পাকিস্তান