বাংলাদেশ সফরে আফগানদের সাফল্যে পুরস্কার পেলেন মোলস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩০ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
বাংলাদেশ সফরে আফগানদের সাফল্যে পুরস্কার পেলেন মোলস

ফাইল ছবি

কোচিং-এ লেভেলে ৪ অর্জন করা এন্ডি মোলস সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে আফগানিস্তান ক্রিকেট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সফরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জয় ছাড়াও টি-২০ সিরিজের যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে তার দল। এবার তাকে ক্রিকেট ডিরেক্টর ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দিল আফগানিস্তান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানায়, ‘এন্ডি মোলসকে ডিরেক্টর অব ক্রিকেট ও প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ক্রিকেটে তার ২৫ বছরের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং একই সঙ্গে তার কোচিংয়ে লেভেল-৪ এর সনদ আছে।’

২০১৪ ও ২০১৫ সালে আফগানিস্তান দলের সঙ্গে কাজ করেছেন মোলস। ২০১৯ বিশ্বকাপের পর প্রধান কোচ ফিল সিমন্স পদত্যাগ করলে দলের অন্তবর্তীকালীন প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন মোলস। আফগানিস্তান দলের সদ্য সমাপ্ত বাংলাদেশ সফরে মোলস অন্তবর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেন।

বিশ্বকাপের খারাপ করার পর আফগানিস্তান ক্রিকেটে বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার ল্যান্স ক্লুজনারকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় এসিবি। ২০২০ সাল পর্যন্ত ক্লুজনারের সঙ্গে চুক্তি করেছে আফগানিস্তান।

এছাড়া গুলবাদিন নাইব ব্যর্থ হওয়ায় রশিদ খানকে তিন ফরম্যাটেই দলের অধিনায়ক নির্বাচন করা হয়েছে। রশিদের নেতৃত্বেই বাংলাদেশ সফরে টেস্ট ও টি-২০ সিরিজ খেলে আফগানিস্তান।



শেয়ার করুন :


আরও পড়ুন

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

আফগানিস্তানের কাছে বাংলাদেশের লজ্জাজনক হার

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

ম্যাচ পরিত্যক্ত, যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ