বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না পান্ডিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৯ পিএম, ০২ অক্টোবর ২০১৯
বাংলাদেশের বিপক্ষে খেলতে পারছেন না পান্ডিয়া

ফাইল ছবি

চলতি বছরের নভেম্বরে দেশের মাটিতে বাংলাদেশের বিপক্ষে অলরাউন্ডার হার্ডিক পান্ডিয়াকে পাচ্ছে না স্বাগতিক ভারত। লোয়ার ব্যাক ইনজুরির কারণে টাইগার দলের বিপক্ষে তিন টি-২০ ও দু’টি টেস্টে খেলতে পারছেন না পান্ডিয়া।

ইনজুরির কারণে তাকে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে । যে কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলার কোন সম্ভাবনাই নেই পান্ডিয়ার। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

বলা হয়, চোটের অবস্থা পর্যালোচনা করতে শিগগিরই ইংল্যান্ডের যাবেন পান্ডিয়া। গত বছর সেপ্টেম্বরে দুবাইয়ে এশিয়া কাপে লায়ার ব্যাক ইনজুরিতে পড়েন তিনি।

বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, জসপ্রিত বুমরার মতো ইংল্যান্ডে একই চিকিৎসকের শরণাপন্ন হবেন পান্ডিয়া। এশিয়া কাপে চোটে পড়ার পর যে চিকিৎসক তাকে দেখেছিল, ঐ চিকিৎসকই দেখবেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজে সে খেলবে না, তবে কত দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তা এখনো নিশ্চিত নয়। ইংল্যান্ড থেকে চিকিৎসা শেষে দেশে ফেরার পর তার শারীরিক অবস্থা বুঝা যাবে।

জার্মানিতেও এ চোটের চিকিৎসা রয়েছে, তবে বিসিসিআই’র প্রথম পছন্দ ইংল্যান্ড। বিসিসিআই’র ঐ সূত্র বলছে, ‘ পান্ডিয়ার পিঠে অস্ত্রোপচার করাতে হবে বলে ধারণা করা হচ্ছে।সেক্ষেত্রে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। তবে অস্ত্রোপচার হলে আইপিএলের ১৩তম আসরের আগে মাঠে ফিরতে পারবেন না এ অলরাউন্ডার।’

গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে পান্ডিয়ার মত লোয়ার ব্যাক ইনজুরিতে পড়েন বুমরাহ। ফলে দু’মাসের জন্য মাঠের বাইরে চলে যান তিনি। চলমান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগে দু’মাসের জন্য খেলা থেকে ছিটকে পড়ার দুঃসংবাদ পান হার্ডিক পান্ডিয়া



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

প্রথমবারের মত কলকাতায় বসছে আইপিএল নিলাম

ব্যাটে-বলে আবারও সাকিবের ঝলক, শেষ চারে বার্বাডোজ

ব্যাটে-বলে আবারও সাকিবের ঝলক, শেষ চারে বার্বাডোজ

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ

দায়িত্ব পেলে অধিনায়কত্বে প্রস্তুত মাহমুদউল্লাহ