২০২০ সালে ইংল্যান্ডে প্রথমবারের মত অনুষ্ঠেয় দ্য হান্ড্রেড (একশ’ বলের ) ক্রিকেট নাম লেখাতে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান।
ইংল্যান্ডের ৮টি শহর কেন্দ্রিক ৮টি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এ টুর্নামেন্টের খেলোযাড় নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২০ অক্টোবর। ইংলিশ গ্রীষ্ম মৌসুম আগামী বছর ১৭ জুলাই-১৬ আগস্ট অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।
সাকিব ছাড়াও এ টুর্নামেন্ট অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড অধিনায়ক ইয়ান মরগান, ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ, আফগানিস্তান অধিনায়ক রশিদ খান, অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার এবং পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির মত তারকা খেলোয়াড়রা।
লন্ডনের দুই শহর ছাড়া বার্মিংহাম, ম্যানচেস্টার লীডস, নটিংহাম, কার্ডিফ ও সাউদাম্পটন কেন্দ্রিক আটটি দল অংশ গ্রহণ করবে এ টুর্নামেন্টে। ভারত ছাড়া বিশ্বের তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছে এ টুর্নামেন্টে।