আইপিএলে গত এক দশকের ব্যর্থতা ঝেড়ে ফেলতে নতুন করে দল সাজিয়েছে কিংস ইলেভেন পঞ্জাব৷ নতুন মৌশুম শুরুর আগে আইপিএল নিলামে পঞ্জাবই সব থেকে শক্তিশালী দল গড়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের৷
পুরানো রেশ ঝেড়ে ফেলে পাঞ্জাব যে এবার দল ঢেলে সাজাতে চায়, সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল একমাত্র ক্রিকেটার হিসেবে অক্ষর প্যাটেলকে রিটেন করার পরেই৷ তবে আরও কিছু রদবদল চোখে পড়তে পারে এই ফ্র্যাঞ্চাইজির অন্দরমহলে৷
পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে ঝামেলার জেরে মোহালি থেকে বেস ক্যাম্প সরাতে চেয়েছিল কিংস ইলেভেন৷ সমস্যা মিটে যাওয়ায় শহর বদলের সেই ইচ্ছা আপাতত ত্যাগ করেছেন প্রীতিরা৷ তবে মোহালির সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে ইন্দোর স্টেডিয়ামকেও৷
এবার বিসিসিআইয়ের কাছে ফ্র্যাঞ্চাইজির নাম বদলের আবেদন করে বসেলন প্রীতি জিন্টারা৷ এক্ষেত্রে এনবিএ-সহ আমেরিকার বিভিন্ন ক্রীড়া লিগে দলগুলির নাম বদলের নজিরকেই একক করা হচ্ছে৷ বোর্ডের তরফে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির দাবি মেনে নেওয়া হলে আসন্ন মৌশুমে নতুন লোগোতে খেলেতে দেখা যেতে পারে অক্ষর প্যাটেলদের৷ সেক্ষেত্রে পাঞ্জাবই হবে প্রথম আইপিএল দল, যারা নাম বদলে আইপিএল খেলবে৷