ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯
ইমার্জিং এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ

ইমার্জিং টিম এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। চলতি বছরের নভেম্বরে দুই গ্রুপে বিভক্ত হয়ে মোট ৮টি দল লড়াই করবে শিরোপা জয়ে।

ছেলেদের আসন্ন এ টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভারত, হংকং ও সংযুক্ত আরব আমিরাত। ‘এ’ গ্রুপে রয়েছে- শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ওমান। আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। ১২ নভেম্বর থেকে ঢাকায় আসতে শুরু করবে অতিথি দলগুলো।

১৪ নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের মিশন শুরু করবে বাংলাদেশ ইর্মাজিং দল। ম্যাচটি হবে বিকেএসপির চার নম্বর মাঠে। ১৬ নভেম্বর বিকেএসপির চার নম্বর মাঠে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

১৮ নভেম্বর একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। কক্সবাজারে একই দিন অনুষ্ঠিত হবে ‘এ’ গ্রুপের ম্যাচগুলো।

দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনাল খেলবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেমিফাইনাল দু’টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০ ও ২১ নভেম্বর। মিরপুরে ফাইনাল হবে ২৩ নভেম্বর। প্রতিদিনই খেলা শুরু হবে সকাল ৯টায়।



শেয়ার করুন :


আরও পড়ুন

কোচিং পেশায় যুক্ত হতে চান আফ্রিদি

কোচিং পেশায় যুক্ত হতে চান আফ্রিদি

পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসির ‘রসিকতা’

পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসির ‘রসিকতা’

আবারও সিএবির সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি

আবারও সিএবির সভাপতি হলেন সৌরভ গাঙ্গুলি

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০

বাংলাদেশে টেস্ট খেলবে অস্ট্রেলিয়া, পেছালো টি-২০