দীর্ঘায়িত হলো পাকিস্তানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯
দীর্ঘায়িত হলো পাকিস্তানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

সন্ত্রাসী হামলা উপেক্ষা করে করাচিতে অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ম্যাচটি শেষ পর্যন্ত দীর্ঘায়িত হলো। কড়া নিরাপত্তার মাধ্যমে সন্ত্রাসী হামলা মোকাবেলার প্রস্তুতি নেওয়া হলেও হার মানতে হলো বৃষ্টির কাছে।

বৃষ্টির কারণে করাচিতে পাকিস্তান-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টির কারণে টসও করা হয়নি। শেষ পর্যন্ত বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পয়াররা।

বৃষ্টির পরিমাণ এতো ছিল যে মাঠেই কয়েক ইঞ্চি পানি জমে যায়। ফলে টস করাও সম্ভব হয়নি। স্টেডিয়াম ছাড়াও শহরের রাস্তাঘাটে হাঁটু মানি জমে যায়। এতো বৃষ্টি হবে তা হয়তো আগে কেউ ভাবতেও পারেনি।
sportsmail24
দশ বছর পর পাকিস্তানের করাচিতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তাই এ ম্যাচটি পাকিস্তান ক্রিকেটের জন্য ঐতিহাসিক ওয়ানডে ছিল। তবে বৃষ্টির কারণে তা পিছিয়ে গেল।

২০০৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে সর্বশেষ ওয়ানডে খেলেছিল পাকিস্তান। ওই সফরের ওয়ানডে সিরিজ শেষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে হামলা চালায় জঙ্গিরা। এরপর থেকে পাকিস্তানের খেলতে যায়নি বিশ্ব ক্রিকেটের দেশগুলো।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় আসছেন পেলে

ঢাকায় আসছেন পেলে

আইসিসির ডিজিটাল স্বত্ব লাভ করলো ফেসবুক

আইসিসির ডিজিটাল স্বত্ব লাভ করলো ফেসবুক

দশ বছর পর নিজ মাটিতে পাকিস্তান

দশ বছর পর নিজ মাটিতে পাকিস্তান

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা

বার্সেলোনার জন্য লজ্জাজনক জরিমানা