যুব বিশ্বকাপ ক্রিকেটের সেমি-ফাইনালেই পরস্পরের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়ার দুই ক্রিকেট পরাশক্তি ভারত ও পাকিস্তান। আগামীকাল (আজ রাত ৩টা ৩০ মিনিটে) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে শুরু হবে ম্যাচটি।
তিনবারের চ্যাম্পিয়ন ভারত এই আসরে পেশাদারী ক্রিকেট খেলেই জিতে নিয়েছে গ্রুপ পর্বের সব ম্যাচ। কেয়ার্টার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শেষ চারে জায়গা খুঁজে নেয় ভারতীয় যুবারা। অপরদিকে প্রত্যাশা মাফিক খেলা এখনো প্রদর্শন করতে পারেনি দুইবারের চ্যাম্পিয়ন পাকিস্তান।
টুর্নামেন্টের শুরুতেই তারা হার মেনেছে আফগানিস্তানের কাছে। তবে পরবর্তী তিন ম্যাচেই জয় লাভ করেছে এশিয়ার এই পাওয়ার হাউজ। যদিও স্বল্প ব্যবধানেই শেষ দু’টি ম্যাচে জয় পেয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত দেশটি। শ্রীলংকা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় পায় মাত্র ৩ উইকেটের ব্যবধানে।
বাঁ-হাতি পেসার শাহিন আফ্রিদীর নেতৃত্বে পাকিস্তানি বোলিং বিভাগ সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করলেও ব্যাটিংয়ে তারা এখনো পর্যন্ত খুব একটা সুবিধা করতে পারছে না। তাদের ওই দূর্বলাতার সুযোগ বেশ বাল ভাবেই কাজে লাগানোর সুযোগ রয়েছে ভারতীয় পেসার কমলেশ নাগরকোটি বা শিবম মাভিদদের। আত্মবিশ্বাসের দিক থেকেও বেশ উঁচুতে অবস্থান করছে ভারতের তরুণ তুর্কীরা। আইপিএল নিলামে নিজেদের লোভনীয় অর্থের বিনিময়ে বিকোনোর জন্য হলেও বিশ্বকাপে তারা সেরা নৈপুণ্য প্রদর্শনের চেষ্টা করবে।