প্রার্থনা করে পাকিস্তান গেল শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯
প্রার্থনা করে পাকিস্তান গেল শ্রীলঙ্কা

নিরাপত্তা ঝুঁকি নিয়ে পাকিস্তানে গেলেন শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। সন্ত্রাসী গোষ্ঠির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আশঙ্কা সত্ত্বেও পাকিস্তানের নিরাপত্তার প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে সফরে গেছে লঙ্কান দল। যাওয়ার আগে ধর্মীয় অনসারে প্রার্থনা করেছেন বোর্ড কর্মকর্তাসহ সকল ক্রিকেটাররা।

২০০৯ সালে লাহোরে লঙ্কান দলে জঙ্গী হামলার পর থেকে অধিকাংশ আন্তর্জাতিক দল পাকিস্তান সফর থেকে বিরত রয়েছে। যে কারণে দক্ষিণ এশিয়ার দেশটি তাদের আন্তর্জাতিক হোম ম্যাচগুলো প্রতিবেশী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে বাধ্য হয়।

নিরাপত্তা শঙ্কায় লঙ্কান দলের ১০ জন সিনিয়র ক্রিকেটার এ সফর থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছেন। শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচে অংশ নেবে শ্রীলঙ্কা।

২০০৯ সালের ওই হামলার পর ২০১৭ সালে লাহোরে একটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলে এসেছেন লঙ্কান টি-২০ স্কোয়াডের অধিনায়ক দাসুন শানাকা। ফের পাকিস্তানে প্রত্যাবর্তনে অবশ্য কোন শঙ্কা দেখছেন না তিনি।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেন, আগেও আমি সেখানে গিয়েছি। তাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। পাকিস্তানগামী দলের নেতৃত্ব দিতে পেরে আমি খুশি। আশা করছি, শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে আমরা ভালো লড়াই করতে পারব।

লঙ্কান দলের ওয়ানডে অধিনায়ক লাহিরু তিরিমান্নেও পাকিস্তানের নিরাপত্তার প্রতিশ্রুতি নিয়ে কোন শঙ্কা দেখছেন না। সেখানে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। যেমনটি কোন রাষ্ট্রপ্রধান সফরে গেলে দেওয়া হয়।

পাকিস্তান সফরের জন্য গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। কোন ধরনের হুমকির সম্ভাবনা না পেয়েই তারা এ সফর শুরু করেছে।

সফর সূচি
ওয়ানডে ম্যাচ (করাচি) : ২৭ ও ২৯ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর
টি-২০ ম্যাচ (লাহোর) : ৫, ৭ ও ৯ অক্টোবর।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

মিসবাহর প্রথম দলে ফিরলেন রিজওয়ান-ইফতিখার-নওয়াজ

মিসবাহর প্রথম দলে ফিরলেন রিজওয়ান-ইফতিখার-নওয়াজ

করুনারত্নে-মালিঙ্গাদের জরিমানার পরামর্শ

করুনারত্নে-মালিঙ্গাদের জরিমানার পরামর্শ

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ রেফারি দিল আইসিসি

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ রেফারি দিল আইসিসি

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা, নতুন করে দল ঘোষণা

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা, নতুন করে দল ঘোষণা