পর্যবেক্ষণে রশিদ খান, ফাইনালে অনিশ্চিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৯
পর্যবেক্ষণে রশিদ খান, ফাইনালে অনিশ্চিত

ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান। বিশ্রাম নিয়ে ওই ম্যাচে আবারও মাঠে ফিরলেও অধিনায়ক রশিদকে নিয়ে চিন্তায় পড়েছে আফগানরা। কারণ, ফাইনালে তার খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিতা।

বাংলাদেশের ইনিংসের অষ্টম ওভারে ইনজুরিতে পড়েন রশিদ খান। পরে চিকিৎসা নিয়ে মাঠ ছেড়ে ড্রেসিংরুমে যান। কিছুক্ষণ পর ফিরে এলেও খুঁড়িয়ে-খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। এরপরও দলের প্রয়োজনে বল হাতে হাত ঘুড়িয়েছেন তিনি।

মাঠে ফিরে শেষ দিকে ১৪তম ওভারে প্রথমবারের মত বোলিং আক্রমণে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদকে তুলে নিয়ে আফগানদের লড়াইয়ে রাখেন তিনি। পরের ওভারে আফিফ হোসেনকে শিকার করে আফগানিস্তানকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান রশিদ।

মাঠে ফিরে দুইজনকে তুলে নিলেও রশিদের তৃতীয় ওভার থেকে ১৮ রান তুলে ম্যাচের লাগাম বাংলাদেশের দিকে নিয়ে আসেন সাকিব আল হাসান ও মোসাদ্দেক হোসেন। শেষ পর্যন্ত সাকিবের ৪৫ বলে অপরাজিত ৭০ রানে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ।

ওই ম্যাচ হারে কোন ক্ষতি হয়নি আফগানিস্তানের। তবে অধিনায়ক রশিদকে নিয়ে বড় ধরনের চিন্তায় পড়েছেন আফগানরা। কারণ, ২৪ সেপ্টেম্বরের ফাইনালে অনিশ্চিত হয়ে পড়েছেন রশিদ। ফাইনালে তিনি খেলতে পারবেন কি-না তা এখনো বুঝতে পারছে না আফগানিস্তান টিম ম্যানেজমেন্ট।

দলের ম্যানেজার নাজিম জার আব্দুর রহমান জাই বলেছেন, ‘আমরা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না, ফাইনালে রশিদ খেলতে পারবে কি-না। তার ইনজুরির উন্নতি হয়েছে। এখনো দুই-তিনদিন সময় রয়েছে। আশা করি, তার চোট গুরুতর কিছু নয়।’

তিনি আরও বলেন, রশিদ আমাদের দলের সেরা খেলোয়াড়। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। শেষ পর্যন্ত অপেক্ষা করে আমরা সিদ্বান্ত নেব।



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

অবশেষে আফগানিস্তানকে হারালো বাংলাদেশ

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

মিসবাহর প্রথম দলে ফিরলেন রিজওয়ান-ইফতিখার-নওয়াজ

মিসবাহর প্রথম দলে ফিরলেন রিজওয়ান-ইফতিখার-নওয়াজ

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ রেফারি দিল আইসিসি

পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজে ম্যাচ রেফারি দিল আইসিসি