আবারও নিষিদ্ধ হলেন ধনঞ্জয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ সেপ্টেম্বর ২০১৯
আবারও নিষিদ্ধ হলেন ধনঞ্জয়া

ফাইল ছবি

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শাস্তি পেলেন শ্রীলঙ্কান বোলার আকিলা ধনঞ্জয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর ফলে ২০২০ সালের আগস্টের আগে আর বল হাতে মাঠে নামতে পারবেন না ধনঞ্জয়া।

সফররত নিউজিল্যান্ডের সঙ্গে নিজ মাঠে টেস্ট সিরিজ চলাকালে আম্পায়ারদের চোখে বোলিং অ্যাকশন ধরা পড়ে। নিয়ম অনুযায়ী পরীক্ষা দেন তিনি। সেখানে ত্রুটি ধরা পড়ায় ১৮ সেপ্টেম্বর লঙ্কান বোর্ড এবং খেলোয়াড়কে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

আম্পায়ারদের সন্দেহ হলে আইসিসির কাছে রিপোর্ট করা হয়। সেই রিপোর্টের ভিত্তিতে ২৫ বছর বয়সী এ স্পিনারকে আইসিসির অনুমোদিত চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র ইনস্টিটিউটে পাঠানো হয়। ডক্টর আদিত্য এবং নানাভেল ও তাদের দলের অধীনে পরীক্ষা দেন ধনঞ্জয়া।

পরীক্ষায় বোলিংয়ের সময় ধনঞ্জয়ার কনুই আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রির মধ্যে নিয়মিত থাকছে বলে ধরা পড়ে। যা ৪ থেকে ১৭ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এর মধ্যে দুটি ডেলিভারি ছিল ১৫ ডিগ্রির ওপরে। যার ফলে তাকে এ নিষেধাজ্ঞার মধ্যে পড়তে হলো।

এই নিয়ে দ্বিতীয়বারের জন্য নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার এ অফ-স্পিনার। এর আগে ২০১৮ সালের ডিসেম্বরে
ধনঞ্জয়াকে নিষিদ্ধ করেছিল আইসিসি। সেই নিষেধাজ্ঞা অল্প সময়ের জন্য হলেও এবার তাকে লম্বা সময়ের জন্য শাস্তি পেতে হয়েছে। ২০২০ সালের ২৯ অগস্ট পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবত্‍‌ থাকবে।



শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে দেখছেন মমিনুল

শ্রীলঙ্কায় চ্যাম্পিয়নশীপের প্রস্তুতি হিসেবে দেখছেন মমিনুল

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

ভালো বোধ করলেও অনিশ্চিত আমিনুল

জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সুযোগ পেলে কিছু একটা করতে চান নাঈম শেখ

সুযোগ পেলে কিছু একটা করতে চান নাঈম শেখ