পাকিস্তান সফরের বিষয়ে আশাবাদী শ্রীলঙ্কা ক্রিকেট। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সচিব মোহন ডি সিলভা জানান, পাকিস্তানের নিরাপত্তা আয়োজনে তিনি সন্তুষ্ট ছিলেন। তবে গত সপ্তাহে সম্ভাব্য হামলার হুমকি পাওয়ায় বিষয়টি তদন্তের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
২০০৯ সালের সফরে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গি হামলায় পাকিস্তানের ছয় পুলিশসহ ৮ জন নিহত হন। এছাড়া লঙ্কান দলের ছয় খেলোয়াড় আহত হন। তারপর থেকেই বেশিরভাগ বিদেশি দল পাকিস্তান সফরে বিরত রয়েছে। তবে ২০১৭ সালের অক্টোবরে লাহারে একটি টি-২০ ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা দল।
ডি সিলভা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমাদের নিরাপত্তা পরামর্শকসহ আমি গত মাসের প্রথম দিকে পাকিস্তান সফর করেছি এবং তাদের আয়োজনে আমরা সন্তুষ্ট ছিলাম। তারা আমাদের দলকে একজন রাষ্ট্র প্রধানের সমান নিরাপত্তা দেওয়ার অঙ্গীকার করেছেন।’
আগামী ২৭ সেপ্টেম্বর ছয় ম্যাচের এ সফর শুরু হওয়ার কথা রয়েছে। তবে সফরে দলের উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলে গত সপ্তাহে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি বার্তা আসে। হুমকি সংক্রান্ত এমন বার্তার পর শ্রীলঙ্কা ক্রিকেট এখনো সফর বাতিল করেনি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া আগে সরকারকে নিরাপত্তা অবস্থা পুনঃপর্যালোচনার জন্য বলেছে।