পাকিস্তান সফর বয়কট করা লঙ্কান ক্রিকেটারদের ‘জরিমানা’ করার পরামর্শ দিয়েছেন পানিস্তানের জাভেদ মিয়াঁদাদ। শ্রীলঙ্কান খেলোয়াড়রা সফর না করার সিদ্ধান্ত নিলেও সেটা পাকিস্তইন ক্রিকেটারদের ওপড় প্রভাব পড়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন এ ‘বড়ে’ মিয়া।
স্থানীয় ডন পত্রিকাকে মিঁয়াদাদ বলেন, ‘খেলোয়াড়দের অগ্রাধিকার হওয়া উচিত আন্তর্জাতিক ম্যাচ এবং যে সব খেলোয়াড় পাকিস্তান সফরে অস্বীকৃতি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের উচিত তাদের জরিমানা করা।’
তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কার কোন খেলোয়াড়রা পাকিস্তান সফর করছে সেটা কোন বিষয় নয় এবং সফরকারী দলের গুণগত মান বিবেচনা না নিয়ে পাকিস্তানের উচিত হবে কেবলমাত্র নিজেদের সেরা পারফরমেন্সে নজর দেওয়া।’
নিরাপত্তা শঙ্কার কারণে শ্রীলঙ্কা টি-২০ অধিনায়ক লাসিথ মালিঙ্গা এবং ওয়ানডে অধিনায়ক দিমুথ করুনারত্নেসহ শীর্ষ ১০ ক্রিকেটার পাকিস্তান সফর থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন।
অনেক দেন দরবার শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কা ক্রিকেটকে আসন্ন সফরে রাজি করাতে সক্ষম হলেও দলটির তারকা ক্রিকেটাররা নিজেদের নাম প্রত্যাহার করে নেন। ওই প্রত্যাহারের বিষয়ে পাকিস্তানের সাবেক এ অধিনায়ক জরিমানার কথা উল্লেখ করেছেন।
এর মধ্যে পাকিস্তান সফরে শ্রীলঙ্কা দলের ওপড় সন্ত্রাসী হামলা হতে পারে বলে গত সপ্তাহে হুমকি পেয়েছে শ্রীলঙ্কা প্রধানমন্ত্রীর দপ্তর। এরপরই শ্রীলঙ্কা ক্রিকেট নতুন করে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অন্যত্র সরাতে রাজি নয় পিসিবি।