অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতীয় যুবাদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ করলো বাংলাদেশি যুবারা।
৫০ ওভারের ম্যাচে ৩২.৪ ওভারেই ভারতীয় ব্যাটসম্যানদের অলআউট করেছে বাংলাদেশ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় ব্যাটসম্যানরা। ৩২.৪ বলে অলআউট হওয়ার আগে তারা ১০৬ রানের স্কোর গড়েছে।
ফলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১০৭ রানের।