বিদ্যুৎ বিভ্রাট, ৬ মিনিট অন্ধকারে শের-ই-বাংলা স্টেডিয়াম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৯
বিদ্যুৎ বিভ্রাট, ৬ মিনিট অন্ধকারে শের-ই-বাংলা স্টেডিয়াম

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। জিম্বাবুয়ের ব্যাটিং করার সময় এমন ঘটনা ঘটে।

জিম্বাবুয়ে ইনিংসের ১৮তম ওভারে এমন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ফ্লাডলাইট প্রায় ৬ মিনিট না জ্বলায় এমন সময় খেলাও বন্ধ রাখতে হয়। গ্যালারিতে বসে থাকা টাইগার সমর্থকরা এ সময় মোবাইলের আলো জ্বালিয়ে সুন্দর এক দৃশ্যের সৃষ্টি করেন।
sportsmail24
রাত ৯টা ১৭ মিনিটে ৯টা ২৩ মিনিট (প্রায় ৬ মিনিট) অন্ধকারে থাকে মিরপুরের স্টেডিয়াম। বিদ্যুৎ ঠিক হলে খেলা শুরু হতে হতে সময় কেটে যায় প্রায় ৮ মিনিট। নতুন করে খেলা শুরু হলে ১৮তম ওভারে বল হাতে নেন মোস্তাফিজুর রহমান।

এদিকে কী কারণে এমন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি আয়োজক কর্তৃপক্ষে পক্ষ থেকেই এ বিষয়ে জানানো হয়নি।



শেয়ার করুন :


আরও পড়ুন

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের লক্ষ্য টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন ডোমিঙ্গো

নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা

নিষেধজ্ঞা ভুলে ক্রিকেটে মনোযোগী হতে চান মাসাকাদজা

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন

ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন