ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা দেয় বিদ্যুৎ বিভ্রাট। জিম্বাবুয়ের ব্যাটিং করার সময় এমন ঘটনা ঘটে।
জিম্বাবুয়ে ইনিংসের ১৮তম ওভারে এমন বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ফ্লাডলাইট প্রায় ৬ মিনিট না জ্বলায় এমন সময় খেলাও বন্ধ রাখতে হয়। গ্যালারিতে বসে থাকা টাইগার সমর্থকরা এ সময় মোবাইলের আলো জ্বালিয়ে সুন্দর এক দৃশ্যের সৃষ্টি করেন।
রাত ৯টা ১৭ মিনিটে ৯টা ২৩ মিনিট (প্রায় ৬ মিনিট) অন্ধকারে থাকে মিরপুরের স্টেডিয়াম। বিদ্যুৎ ঠিক হলে খেলা শুরু হতে হতে সময় কেটে যায় প্রায় ৮ মিনিট। নতুন করে খেলা শুরু হলে ১৮তম ওভারে বল হাতে নেন মোস্তাফিজুর রহমান।
এদিকে কী কারণে এমন বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে কিছু জানা যায়নি। এমনকি আয়োজক কর্তৃপক্ষে পক্ষ থেকেই এ বিষয়ে জানানো হয়নি।
A sudden power failure at Mirpur. I last experienced this in Asia Cup final 2016 between India and Bangladesh. Can you remember? #BANvsZIM pic.twitter.com/gkRMGCV4h6
— Saif Hasnat (@saifhasnat) September 13, 2019