১০০ টাকায় দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৯
১০০ টাকায় দেখা যাবে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ

ঢাকার মিরপুরে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে শুক্রবার (১৩ সেপ্টেম্বর)। স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ে মিলে এ ত্রিদেশী সিরিজের নামকরণ করা হয়েছে ‘ভাই টি-২০ সিরিজ’। আর সিরিজের খেলো দেখার জন্য বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকেই পাওয়া যাবে প্রথম তিন ম্যাচের টিকিট।

শুক্রবার বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শুরু মাঠের লড়াই। পরের দিন আফগানিস্তানের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। ১৫ সেপ্টেম্বর আফগানদের সঙ্গে লড়বে সাকিব আল হাসানরা। তিনটি ম্যাচও অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুরে।

বৃহস্পতিবার থেকে মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট বুথে তিন ম্যাচের টিকিট পাওয়া যাবে। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া এ যাবে এ তিন ম্যাচে টিকিট।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এ খবর নিশ্চিত করেছে। সিরিজের ম্যাচগুলো মাঠে বসে দেখতে দর্শকদের জন্য সর্বনিম্ম টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।

মিরপুরের শেরেবাংলায় বিসিবির হসপিটালিটি লাউঞ্জে বসে খেলা দেখতে হলে গুণতে হবে দুই হাজার টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে খরচ করতে হবে ৫০০ টাকা।

এছাড়া শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। উত্তর ও দক্ষিণের স্ট্যান্ডে ১৫০ টাকা। আর উত্তরদিকের স্ট্যান্ডের টিকিট মিলবে ১০০ টাকায়।

সিরিজে প্রতিটি দল দুইবার করে একে অপরের সঙ্গে লড়বে। সিরিজের লিগ পর্বের প্রথম তিন ম্যাচ মিরপুরে। শেষ তিন ম্যাচ হবে চট্টগ্রামে এবং ২৪ সেপ্টেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অব ক্রিকেটে।

ত্রিদেশীয় টি-২০ সিরিজের সূচি
sportsmail24



শেয়ার করুন :


আরও পড়ুন

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

অবশেষে ঢাকায় আসছে জিম্বাবুয়ে-আফগানিস্তান, সূচি প্রকাশ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের

যে লজ্জার রেকর্ড শুধু বাংলাদেশের