জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান সাব্বির রহমান ও পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে শুরু হবে এ প্রস্তুতি ম্যাচ। সাব্বির-সাইফ ছাড়াও এ দলে ডাক পেয়েছেন ত্রিদেশীয় সিরিজে দলে থাকা অলরাউন্ডার আফিফ হোসেন ও পেসার ইয়াসিন আরাফাত মিশু।
ওপেনার সাইফ হাসান ও মোহাম্মদ নাঈম শেখও ডাক পেয়েছেন এ জিম্বাবুয়ের এ প্রস্তুতি ম্যাচে। ১৩ সদস্যের এ দলে পেসার রয়েছেন চারজন।
সাইফউদ্দিন ও ইয়াসিনের সঙ্গে আছেন দুই তরুণ পেসার সুমন খান ও শফিকুল ইসলাম। অলরাউন্ডার আরিফুল হক ও ইয়াসির আলি রাব্বিকেও ডাক হয়েছে। আর দলের উইকেটরক্ষক হিসেবে থাকছেন জাকের আলী অনিক।
১৩ সদস্যের বিসিবি একাদশ
সাইফ হাসান, নাঈম শেখ, সাব্বির হোসেন, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, আফিফ হোসেন, আরিফুল হক, সুমন খান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব, জাকের আলী আনিক ও মোহাম্মদ সাইফুদ্দিন।