অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:২৯ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯
অধিনায়কত্ব নিয়ে কী বললেন সাকিব

ফাইল ছবি

‘বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব না দিতে পারলেই ক্যারিয়ারের জন্য ভালো হবে। আর যদি বাংলাদেশ ক্রিকেট দলকে নেতৃত্ব দিতেই হয় তবে বোর্ডের সাথে আলোচনা করে অধিনায়কত্ব করতে চাই।’

আফগানিস্তানের কাছে টেস্ট হারার পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের এমন মন্তব্য করেছেন। এছাড়া চট্টগ্রাম টেস্টের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন সাকিব আল হাসান

নেতৃত্ব নিয়ে সাকিব বলেন, ‘আমার মনে হয়, যদি আমি অধিনায়ক না থাকি তবে সেটাই ভালো হবে। আমার দিক থেকে দেখলে, এটা আমার ক্রিকেটের জন্য ভালো হবে। আর যদি আমাকে নেতৃত্ব দিতেই হয়, তবে অনেক কিছু নিয়েই আলোচনা করার আছে।’

দেশের একটি জাতীয় দৈনিককে সাকিব বলেন, ‘টেস্ট এবং টি-২০ ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই আমি। তবে দল যেহেতু ভালো অবস্থায় নেই, বুঝতে পারছি আমাকে এখানে নেতৃত্ব দিতে হবে। না হলে, আমি কোনো ফরমেটেই নেতৃত্ব দিতে আগ্রহী নই। যদি আমি নেতৃত্ব না দেই, নিজের খেলাটার ওপর মনোযোগ দিতে পারব, যেটা দলের জন্য ভালো হবে।’

চট্টগ্রাম টেস্টে ব্যাটিংয়ের পর বোলিংয়ে ব্যর্থ ছিল বাংলাদেশ। তবে পঁচা সম্মুখে পা কাটার দায় ঠিক অধিনায়ক হিসেবে নিজের কাঁধেই নিলেন সাকিব।

তবে এমন বাজেহারে চটেছেন সতীর্থদের ওপর। দলের প্রয়োজনে ডিআরএসের ব্যবহার কিংবা সৌম্যর শিশুসুলভ আচরণে ক্ষিপ্ত হয়েছেন টাইগার অধিনায়ক। সাকিব বলেন, সৌম্য যখন রান নিয়ে মাথায় হাত দিয়েছে তখন ঠিক বুঝতে পারেনি ওর রোলটা আসলে কী? বা কী করা উচিত।



শেয়ার করুন :


আরও পড়ুন

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

লজ্জা ‘ভুলে’ টি-২০ সিরিজে নজর সাকিবের

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

ত্রিদেশীয় সিরিজে নতুন মুখ ইয়াসিন, বাদ মিরাজ

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

সাকিবকে ফুল দিতে মাঠে দর্শক!

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ

স্বপ্ন পূরণে গর্বিত রহমত শাহ