সাবেক অধিনায়ক মিসবাহ-উল হককে জাতীয় দলের প্রধান কোচ এবং নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অন্যদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন কিংবদন্তি ওয়াকার ইউনিস।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, বাবর আজম-ফখর জামানদের কোচ হিসেবে তাদের বেছে নিয়েছে পাঁচ সদস্যের প্যানেল। তাদের দু’জনের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
কোচ নির্বাচনের প্যানেলে ছিলেন- ইন্তিখাব আলম, বাজিদ খান, আসাদ আলি, ওয়াসিম ও জাকির খান। সবাই ভোট দিয়েছেন মিসবাহর পক্ষে। তার তাদের সুপারিশেই তার সঙ্গী হয়েছেন ওয়াকার।
কোচিং স্টাফে ওয়াকারকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত মিসবাহ-উল-হক। বলেন, আমার পাশে অভিজ্ঞ ওয়াকারকে পেয়ে আমি দারুণ খুশি। আমাদের দলে অসাধারণ কিছু তরুণ পেসার আছে। তাদের শেখানোর জন্য তার চেয়ে ভালো কেউ হতে পারেন না।
এ যুগল কোচের প্রথম পরীক্ষা হবে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। চলতি মাসে নিজ দুর্গে তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবেন সরফরাজরা।