শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ-২০১৯ এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর বাইরেও আরও ৫ জনকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) ঘোষিত এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টাইগারদের অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে আকবর আলীকে এবং তার সহকারী হিসেবে রাখা হয়েছে তাওহীদ হৃদয়কে।
৫ থেকে ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল কলম্বর উদ্দেশে আগামী ৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে। এর আগে ২ সেপ্টেম্বর মিরপুরে অনূর্ধ্ব-১৯ দলের ফটোসেশন অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলী (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, আনিক সরকার, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), শামীম হোসাইন, সাহদাত হোসাইন, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, শরিফুল ইসলাম, তানজিল হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, মিনহাজুর রহমান মোহন্না ও আশরাফুল ইসলাম সিয়াম।
স্ট্যান্ডবাই
হাসান মোরাদ, অমিত হাসান, অভিষেক দাস, মোহাম্মদ রিশাদ হোসেন ও প্রান্তিক নওরোজ নবী।