পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে এ সফরে লাহোরে স্বাগতিক দলের বিপক্ষে একটি তিন ম্যাচের টি-২০ সিরিজ ও আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশীপের দুইটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজের পর এ বছর দ্বিতীয় মহিলা দল হিসেবে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গত জানুয়ারিতে করাচিতে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলে ক্যারিবিয় মহিলারা। এ ছাড়া শ্রীলঙ্কা পুরুষ দলও পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে যাচ্ছে সেপ্টেম্বর মাসে। ২৬ অক্টোবর প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে লঙ্কানরা।
পিসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘গত চার বছরে বাংলাদেশ মহিলা দলের দ্বিতীয় সফর বিশেষ করে আগামী মাসে করাচি ও লাহোরে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা পুরুষ দলের তিন ম্যাচের টি-২০ সিরিজর পর পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে পিসিবির একটি বড় সাফল্য।’
গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠেয় প্রথম টি-২০ ম্যাচের আগে ২৩ অক্টোবর পাকিস্তান পৌঁছাবে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০১৫ সালে পাকিস্তান সফরে দুটি করে টি-২০ ও ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল।
টি-২০ সূচি
২৬ অক্টোবর : ১ম টি-২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
২৮ অক্টোবর : ২য় টি-২০, গাদ্দাফি স্টেডিয়াম লাহোর
৩০ অক্টোবর : ৩য় টি-২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর।
ওয়ানডে সূচি
২ নভেম্বর : ১ম ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
৪ নভেম্বর : ২য় ওয়ানডে, গাদ্দাফি স্টেডিয়াম লাহোর।