বাংলাদেশের বিপক্ষে টেস্ট এবং ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলতে ঢাকা পৌঁছেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রশিদ খানরা।
টানা এক মাসের সফরে আফগানিস্তান দল ঢাকায় আসলেও মিরাপুরে আসবে না তারা। স্বল্প ভ্রমণ বিরতির পর বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকেই চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেবেন আফগানরা।
বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছানোর একদিন বিশ্রাম নেবেন আফগানরা। পরে হালকা অনুশীলন করবেন। এরপর ১-২ সেপ্টেম্বর এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবেন।
৫-৯ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একমাত্র টেস্টে টাইগারদের মুখোমুখি হবে কাবুলিওয়ালাদের দল।
এদিকে ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে ক্রিকেট দল ঢাকা আসবে। বাংলাদেশ ও আফগানিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে ৮ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছবে জিম্বাবুয়ে। ১৩ সেপ্টেম্বর শুরু হবে টি-২০ টুর্নামেন্ট। ফাইনাল হবে ২৪ সেপ্টেম্বর, মিরপুরে।
টেস্ট সূচি
৫-৯ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্ট, ভেন্যু- চট্টগ্রাম
টি-২০ সিরিজ
১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, মিরপুর
১৪ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, মিরপুর
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, মিরপুর
১৮ সেপ্টেম্বর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর : আফগানিস্তান-জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২১ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
২৪ সেপ্টেম্বর : ফাইনাল, মিরপুর।