বাংলাদেশ জাতীয় দল শেষ টেস্ট ম্রাচ খেলেছে মার্চে, নিউজিল্যান্ডের মাটিতে। মাঝে গেছে বিশ্বকাপ, শ্রীলঙ্কা সফর।
আফগানিস্তান-বাংলাদেশ মধ্যকার টেস্ট ম্যাচ সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে শুরু হবে। মার্চের পর সেপ্টেম্বর, এর মধ্যে পাঁচ দিনের টেস্ট তো দূরে থাক, চারদিন, তিনদিন কিংবা দুই দিনের ম্যাচও খেলেননি জাতীয় দলেল ক্রিকেটাররা।
তাই তাদের প্রস্তুতির জন্য আয়োজন করা হয়েছে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচের। শুক্রবার শুরু হবে এ ম্যাচ। তবে এটাকে ট্রায়াল ম্যাচ ভাবা যাবে না। কারণ, এমন নয় এই ম্যাচের পারফরমেন্স দেখেই নির্বাচকরা দল চূড়ান্ত করবেন। তা করার হলে এই ম্যাচ আরো আগেই আয়োজন করা হতো।
এ ম্যাচের পারফরমেন্স হয়ত ধর্তব্য হবে না। তবে বিবেচনায় সেভাবে না থাকা কেউ যদি অস্বাভাবিক ভাল খেলে ফেলেন, নির্বাচকদের দলে না থাকা কেউ যদি সেঞ্চুরি হাঁকান কিংবা কেউ বল হাতে ৫/৬ উইকেট শিকার করেন- তাহলে তার ভাগ্য খুলেও যেতে পারে।
দেখা যাক তেমন কোন নজরকাড়া পারফরমেন্স কেউ দেখাতে পারেন কি না দু’দিনের এই প্রস্তুতি ম্যাচে?