আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৯ পিএম, ২৮ আগস্ট ২০১৯
আইসিসির টুইটে চটেছেন শচিন ভক্তরা

দারুণ ফর্মে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজের তৃতীয় টেস্টে তার অপরাজিত সেঞ্চুরির বদৌলতেই এক উইকেটে জিতে সিরিজে সমতায় ফিরেছে ইংল্যান্ড। বিশ্বকাপ ফাইনালেও তার ব্যাট থেকে অপরাজিত ৮৪ রান এসেছিল।

অ্যাশেজের শেষ ম্যাচে স্টোকসের দুর্দান্ত ইনিংসের পর তাঁকে সর্বকালের সেরা ক্রিকেটার বলে টুইট করেছে আইসিসি। কিন্তু শচিন টেন্ডুলকার ফ্যানদের সেটা মোটেও পছন্দ হয়নি।

ইংল্যান্ড বিশ্বকাপ জেতার পরও আইসিসি টুইটারে শচিন ও স্টোকসের ছবি পোস্ট করে লিখেছিল, ‘‘সর্বকালের গ্রেটেস্ট ক্রিকেটার... এবং শচিন টেন্ডুলকার।''

বুধবার আইসিসি সেই টুইটটি রি-টুইট করে। এ বার ক্যাপশনে লেখা, ‘‘যেটা বলেছিলাম।''

বিশ্বকাপের পরেও আইসিসির টুইট ভালভাবে নিয়েছিল না শচিন ভক্তরা। এবারও তার প্রতিক্রিয়ায় ভরে গেছে আইসিসির টুইটার হ্যান্ডেল। শচিন ভক্তদের মতে, যদিও স্টোকস টেস্ট ক্রিকেটের একটা সেরা ইনিংস খেলেছেন কিন্তু তাঁকে সর্বকালের সেরা ক্রিকেটার বলা যায় না।

প্রথম ইনিংসে ইংল্যান্ড ৬৭ রানে অল-আউট হয়ে গিয়েছিল। দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্যে নেমেছিল ব্রিটিশরা। চতুর্থদিন যখন শেষ ব্যাটসম্যান জ্যাক লিচ ব্যাট করতে নামছেন তখন ইংল্যান্ডের জিততে হলে দরকার ছিল ৭৩ রান। ক্রিজে ছিলেন বেন স্টোকস।

প্যাট কামিন্সকে বাউন্ডারি হাঁকিয়ে যখন এই অল-রাউন্ডার ইংল্যান্ডকে জয় এনে দিলেন তখন তাঁর নামের পাশে অপরাজিত ১৩৫ রান লেখা হয়ে গেছে। চতুর্থ ইনিংসে এটাই ইংল্যান্ডের সর্বোচ্চ রান তাড়া করে জয় এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটা দশম।

এই জয় ছাঁপিয়ে গেছে ১৯৮১ সালের অ্যাসেজে হেডিংলেতে ফলো-অন করার পর অস্ট্রেলিয়াকে হারানোর সেই রেকর্ডকে। 



শেয়ার করুন :


আরও পড়ুন

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অজান্তা মেন্ডিস

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

অ্যাশেজ থেকে দুই আম্পায়ার বাদ

দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

দ্বিতীয় দিনেই বাংলাদেশ এইচপি দলের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ

উত্তর কোরিয়া থেকে খারাপ খবরই এলো

উত্তর কোরিয়া থেকে খারাপ খবরই এলো