সন্তানের মুখ দেখতে ছুটি নিয়েছেন রুবেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৮ আগস্ট ২০১৯
সন্তানের মুখ দেখতে ছুটি নিয়েছেন রুবেল

আফগানিস্তান ও জিম্বাবুয়ের সফর উপলক্ষে ১৯ আগস্ট থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প। এদিকে বাবা হওয়ার সংবাদে ছুটি নিয়েছেন টাইগার পেসার রুবেল হোসেন।

রুবেল হোসের প্রথমবারের মতো বাবা হচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ্‌। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল্লাহর অশেষ রহমতে আমি সন্তানের বাবা হতে যাচ্ছি এবং আমার স্ত্রী মা হতে চলেছে।’

এবার বাবা হওয়ার সেই দিনক্ষণ প্রায় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, ৩০ বা ৩১ আগস্ট পৃথিবীতে আসছে রুবেল-দোলা দম্পত্তি প্রথম সন্তান। আর স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন

রুবেলের ছুটি নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

এছাড়া বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান ও পরিচালক আকরাম খান বলেছেন, ‌‘বুধবার (২৮ আগস্ট) থেকে ছুটি নিয়েছে রুবেল। সন্তানের মুখ দেখার পর ফের দলের সঙ্গে যোগ দেবে রুবেল হোসেন।’

এদিকে ছুটির কারণে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে পারবেন না রুবেল হোসেন। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। যদিও ওই ম্যাচের চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি। তবে প্রাথমিক দলে আছেন টাইগার পেসার রুবেল হোসেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

রশিদকে বড় হুমকি মনে করছেন সাকিব

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

বাংলাদেশের বিপক্ষে বিশ্ব রেকর্ড গড়বেন রশিদ খান

মাশরাফি-সাকিবদের কোচিং স্টাফে পঞ্চম আফ্রিকান

মাশরাফি-সাকিবদের কোচিং স্টাফে পঞ্চম আফ্রিকান

সাকিবকে সরিয়ে দিলেন স্টোকস

সাকিবকে সরিয়ে দিলেন স্টোকস