মাশরাফি-সাকিবদের কোচিং স্টাফে পঞ্চম আফ্রিকান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৩ পিএম, ২৭ আগস্ট ২০১৯
মাশরাফি-সাকিবদের কোচিং স্টাফে পঞ্চম আফ্রিকান

বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফে যোগ হচ্ছেন আরেকজন দক্ষিণ আফ্রিকান। নতুন ফিজিও হিসেবে নিয়োগ পেয়েছেন জুলিয়ান ক্যালেফাতো। আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ৪০ বছর বয়সী এই ফিজিও।

সাবেক ফিজিও তিহান চন্দ্রমোহনের উত্তরসূরি হিসেবে এলেন ক্যালেফাতো। মাশরাফি-সাকিবদের ইনজুরি ব্যবস্থাপনার জন্য ইতালিয়ান বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান কালোফাতোর নিয়োগ চূড়ান্ত করেছে লাল সবুজের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বিসিবি।

২০২১ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন ৪০ বছর বয়সী ক্যালেফাতো।

জাতীয় দলের সঙ্গে এটিই তার প্রথম দায়িত্ব। তবে ফিজিও হিসেবে তিনি বেশ অভিজ্ঞ। এর আগে কাজ করেছেন গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার কাউন্ট ক্রিকেট ক্লাবে, দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রোভিন্স দলে। ইংল্যান্ড জাতীয় দলে না হলেও কাজ করেছেন ইসিবির সঙ্গে।

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্যালেফাতোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন এক বিবৃতিতে জুলিয়ানের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আমরা আশা করছি, জুলিয়ান এদেশের ক্রীড়াঙ্গনে তার অভিজ্ঞতার ঝাঁপি খুলে দেবেন। এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইনজুরি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন।’

বাংলাদেশ দলের কোচিং স্টাফে রায়ান কুক, নিল ম্যাকেঞ্জি,ল্যাঙ্গাভেল্ট,রাসেল ডমিঙ্গোর পর পঞ্চম দক্ষিণ আফ্রিকান তিনি।



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

নেপালের কাছে বড় ব্যবধানে হেরে গেল বাংলাদেশ

বোল্ট-বুমরাহ-আর্চারের উন্নতি, দশে নেই কোন বাংলাদেশি

বোল্ট-বুমরাহ-আর্চারের উন্নতি, দশে নেই কোন বাংলাদেশি

সাকিবকে সরিয়ে দিলেন স্টোকস

সাকিবকে সরিয়ে দিলেন স্টোকস

আমাজনের আগুনের পুরোনো ছবি পোস্ট রোনালদোর

আমাজনের আগুনের পুরোনো ছবি পোস্ট রোনালদোর