পন্থকে নিয়ে আশাবাদী শেওয়াগ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৫ এএম, ২৭ আগস্ট ২০১৯
পন্থকে নিয়ে আশাবাদী শেওয়াগ

ধোনির যোগ্য উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থের নাম দ্রুতই আলোচনায় উঠে আসছে। ভারতের জাতীয় দলে তিন ফরম্যাটে অটোমেটিক উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ এখন পন্থ।

সীমিত ওভারের ক্রিকেটের মতো এবার টেস্টেও তাঁকে লম্বা দৌড়ের ঘোড়া ধরা হচ্ছে। তবে ব্যাট হাতে ভুলভাল শট নির্বাচনের কারণে সাম্প্রতিককালে বারেবারেই সমালোচিত হয়েছেন তিনি। তাই পন্থের উদ্দেশ্যে বীরেন্দ্র শেওয়াগের পরিষ্কার বার্তা, নিজের খেলা উন্নত করতে ওকে আরও খাটতে হবে।

শেওয়াগ মনে করেন, পন্থকে নিয়ে ধৈর্য ধরতে হবে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “পন্থ দারুণ প্রতিভাবান এক ক্রিকেটার। বিপুল সম্ভবনা রয়েছে ওর। তবে ওকে যাতে ভালভাবে গ্রুম করা হয়, সেটা দেখতে হবে। প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ওকে আশ্বস্ত করতে হবে। যাতে সমস্ত সুযোগের সদ্ব্যবহার করতে পারে এবং নিজের খেলার উন্নতি ঘটিয়ে ক্রিকেটার হিসেবে আরও নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে।”

পন্থের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও মুখ খুলেছেন বিধ্বংসী এই সাবেক ওপেনার। তিনি বলছেন, “ভারতের রিজার্ভ বেঞ্চ ভাল। দারুণ ফাস্ট বোলার যেমন রয়েছে তেমনই স্পিন বিভাগও ভালো। আপাতত টিম কম্বিনেশন ঠিক করতে হবে।”

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা ভালো করেছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেই প্রতিপক্ষকে কার্যত গুঁড়িয়ে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। ৩১৮ রানের বিশাল ব্যবধানে জয় পেয়েছে টিম কোহলি। ব্যাটে যেমন অজিঙ্কা রাহানে শতরান করে নিজের ফর্মে প্রত্যাবর্তন করেছেন, তেমনই জসপ্রীত বুমরা বল হাতে পাঁচ উইকেটে আগুন ধরিয়েছেন স্যর ভিভিয়ান রিচার্ডস নামাঙ্কিত স্টেডিয়ামে। এই জয়ে ভারত আপাতত ৬০ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্রমতালিকায় শীর্ষে। একই পয়েন্ট থাকলেও শ্রীলঙ্কা আপাতত দ্বিতীয়। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ৩২ পয়েন্টে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

 


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

স্টোকসের কাছে বোন বিয়ে দিতেন সোয়ান

স্টোকসের কাছে বোন বিয়ে দিতেন সোয়ান

মেসিকে অনুকরণ করে সাফল্য পেয়েছেন গ্রিজম্যান

মেসিকে অনুকরণ করে সাফল্য পেয়েছেন গ্রিজম্যান

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা নিউজিল্যান্ডের

শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা নিউজিল্যান্ডের

ল্যাঙ্গারের তুরুপের তাস স্মিথ

ল্যাঙ্গারের তুরুপের তাস স্মিথ