অলরাউন্ডার বেন স্টোকসের অতি মানবীয় ইনিংসের সুবাদে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক উইকেটের অবিশ্বাস্য জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
এ ম্যাচ জয়ের ফলে পাঁচ টেস্ট সিরিজে ১-১ ব্যবধানে সমতা আনতে সক্ষম হয়েছে ইংলিশরা। ম্যাচে শেষে টুইটারে চলছে বেন স্টোকস বন্দনা।
ইংল্যান্ডের সাবেক স্পিনার গ্রায়েম সোয়ান টুইট করেছেন, ‘আমার কোন বোন নেই। তবে বোন থাকলে তাকে বলতাম স্টোকসকে বিয়ে করতে।’
ইংল্যান্ডের বার্মি আর্মি সমর্থক গোষ্ঠি লিখেছে, ‘স্যার বেন স্টোকসের উত্থান’
স্টোকসের এমন অবিস্মরণীয় ইনিংসের পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক জিওফ্রে বয়কট লিখেছেন, ‘আমার জীবনে স্মরণীয় ক্রিকেট মুহূর্ত অনেক দেখেছি। কিন্তু ৫০ বছরে আমার দেখা এটাই সেরা ইনিংস। বেন স্টোকস অ্যাশেজ রক্ষা করেছে এবং একটি যাদুকরি উদ্বুদ্ধকরণ ইনিংস খেলেছে। এমনকি তার বিশ্বকাপ পারফরমেন্সের চেয়েও ভালো।’
নিজের নাম বেন বলতেই যেন বেশি পছন্দ করছেন ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান কেভিন পিটারসেন। তিনি লিখেছেন, ‘হাই, আমার নাম বেন, বেন স্টোকস।’
সাবেক ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দার শেভাগ লিখেছেন, ‘বেন স্টোকসের কাছ থেকে বিশেষ কিছু। এক হাতে টেস্ট ম্যাচটি জিতিয়েছে। অসাধারণ দেখা।’
স্টোকসের এমন ইনিংসের প্রশংসা করেছেন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দলের সাবেক কোচ ও খেলোয়াড় ড্যারেন লেহম্যান। তিনি লিখেছেন, ‘আপনার দেখা সেরা টেস্ট ইনিংসগুলোর একটি। খুব ভালো খেলেছে বেন স্টোকস। কী অসাধারণ একটা অ্যাশেজ টেস্ট ম্যাচ। উভয় দলই জয়ের কাছাকাছি ছিল। পরের টেস্টের জন্য প্রস্তুত হও অস্ট্রেলিয়া।’
সাবেক ইংল্যান্ড অধিনায়ক এলিস্টার কুক লিখেছেন, ‘কোন ইংলিশ ক্রিকেটারের সর্বকালের সেরা ইনিংস।’
বিশ্বাস করতে পারছেন না সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন। তার ভাষ্য, ‘বেন স্টোকস তুমি অমনটা করতে পার না…।’
দক্ষিণ আফ্রিকার সাবেক স্পিনার প্যাট সিমকক্স লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট ইতিহাসে এত আগ্রহ নিয়ে কোন দর্শক আগে কোন ম্যাচ দেখেনি।’