শেষ হাসি শ্রীলঙ্কা ইমাজিং দলেরই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ পিএম, ২৪ আগস্ট ২০১৯
শেষ হাসি শ্রীলঙ্কা ইমাজিং দলেরই

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ইমাজিং দলের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেষ হাসি হাসলো শ্রীলঙ্কা ইমার্জিংদলই। বৃষ্টি আইন আর বোলাদের ব্যর্থতাই এই ম্যাচে পরাজয়ের পাশাপাশি সিরিজও হারলো বাংলাদেশ।

বোলাররা ব্যর্থ হলেও ব্যাট হাতে দারুণ উজ্জ্বল ছিলেন সাইফ হাসান। তুলে নেন দুর্দান্ত এক সেঞ্চুরি। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়া বাংলাদেশ মূলত সাইফের ওপর ভর করেই লড়াইয়ের পুঁজি পায়। কিন্তু তাতে লাভ খুব একটা হয়নি। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়ে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা ইমাজিং দল।

সাইফের ১৩০ বলের ইনিংসটি ছিল চার বাউন্ডারি এবং সাতটি ছক্কা দিয়ে সাজানো। ডানহাতি এই ব্যাটসম্যানের ইনিংসে ভর করে সিরিজ নির্ধারণী ম্যাচে অতিথিদের সামনে ২৭০ রানের লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ।

ইনিংসের শুরুটা ভালো ছিল না স্বাগতিকদের। দলীয় ৯ রানে ফিরে যান ওপেনার নাঈম শেখ। এরপর নাজমুল হাসান শান্তর সঙ্গে জুটি বাঁধেন সাইফ। দুজন মিলে গড়েন ৭৪ রানের জুটি। শান্ত-ইয়াসির আলী ফিরে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। এরপর আফিফকে নিয়ে শুরু হয় সাইফের প্রতিরোধ। চতুর্থ উইকেট জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৫ রান। এর মধ্যেই সাইফ তুলে নেন সেঞ্চুরি। সাইফ সাজঘরে ফিরলে জাকির হাসানকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে ২৬৯ রানের পুঁজি এনে দেন আফিফ। ৭০ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন তরুণ এই অলরাউন্ডার।

বাংলাদেশের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার ইনিংসে বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। যে কারণে দীর্ঘক্ষণ ম্যাচ বন্ধ থাকে। ঘণ্টা খানেক অপেক্ষার পর বৃষ্টি থামলে বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪ ওভারে ১৯৯।

তবে শেষ পর্যন্ত ২৪ ওভার খেলা লাগেনি শ্রীলঙ্কার। ৪ ওভার বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। শ্রীলঙ্কা জয়ের পথ সহজ করে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা। তিনি ৭৮ বলে ১১৫ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩২ বলে ৫৫ রান করে বাংলাদেশি বোলারদের ভোগান ভানুকা।



শেয়ার করুন :


আরও পড়ুন

বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেল

বঙ্গবন্ধু গোল্ডকাপ পিছিয়ে গেল

বাফুফের বার্ষিক সাধারণ সভা ১৬ নভেম্বর

বাফুফের বার্ষিক সাধারণ সভা ১৬ নভেম্বর

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

টেস্টে সাকিবদের জার্সিতেও বসছে নাম-নম্বর

তবু ভালো নম্বরই পেলেন বাংলাদেশের ফিল্ডাররা

তবু ভালো নম্বরই পেলেন বাংলাদেশের ফিল্ডাররা