পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার ইউনিস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪০ পিএম, ২৩ আগস্ট ২০১৯
পাকিস্তানের বোলিং কোচ হতে চান ওয়াকার ইউনিস

ফাইল ছবি

সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান কোচ ওয়াকার ইউনিস পাকিস্তান দলের বোলিং কোচ হতে চান। দলের বোলিং কোচ হতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আবেদনও করেছেন ইউনিস।

২০১৪-২০১৬ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন ৪৭ বছর বয়সী এ সাবেক পেস গ্রেট। তার পর পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার মিকি আর্থার।

মজার বিষয় হচ্ছে ইতোপূর্বে দুইবার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করলেও ওয়াকার ইউনিস এবার কেবলমাত্র বোলিং কোচের জন্য আবেদন করেছেন।

এর আগে বিভন্ন সময়ে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, বোলিং কোচ হিসেবে শীর্ষ প্রার্থী সাবেক ক্রিকেটার মোহাম্মদ আকরাম।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি বোলিং কোচ আজহার মাহমুদের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় এবং নতুন করে বিজ্ঞাপন দেয়। আবেদনের মেয়াদ মেষ হবে ২৬ আগস্ট।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আমিরের সিদ্ধান্ত পরিবর্তনে শোয়েব আখতারের অনুরোধ

আমিরের সিদ্ধান্ত পরিবর্তনে শোয়েব আখতারের অনুরোধ

পাকিস্তানে টেস্ট ম্যাচ নয়, বিকল্প ভাবছে শ্রীলঙ্কা

পাকিস্তানে টেস্ট ম্যাচ নয়, বিকল্প ভাবছে শ্রীলঙ্কা

আপাতত মিসবাহই পাকিস্তানের কোচ

আপাতত মিসবাহই পাকিস্তানের কোচ

পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন

পাকিস্তান যুব দলের কোচ হতে চান সাকলাইন