ওয়ান ডে ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি রয়েছে শচিন টেন্ডুলকারের। একদিনের ক্রিকেটে এই মুহূর্তে বিরাট কোহলির শতরানের সংখ্যা ৪৩। এক্ষেত্রে সচিনকে টপকাতে বিরাটের যে খুব বেশি সময় লাগবে না, তা অস্বীকার করার কোনো উপায় নেই।
অন্যদিকে টেস্টে ৫১টি আন্তর্জাতিক শতরান রয়েছে মাস্টার ব্লাস্টারের। এই ফরম্যাটে বিরাট কোহলির সেঞ্চুরি সংখ্যা ২৫। অর্থাৎ টেস্টে শচিনের সঙ্গে বিরাটের শতরানের পার্থক্য ২৬টির। যে ফর্মে আছেন, তাতে সচিনের টেস্ট সেঞ্চুরির রেকর্ডও বিরাট টপকে যাবেন বলেই বিশ্বাস করেন বীরেন্দ্র শেওয়াগ।
সাবেক এই ভারতীয় ওপেনারের কথায়, রেকর্ড তৈরিই হয় ভাঙার জন্য। বিরাট যেভাবে ব্যাট করছেন, তাতে পৃথিবীর কোনো ক্রিকেটীয় রেকর্ড আর সুরক্ষিত থাকবে না। বিরাট কোহলিই এই মুহূর্তে বিশ্বের সেরা ক্রিকেটার বলেও মনে করেন বীরেন্দ্র শেওয়াগ।