ভারতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে দুই সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ আর জোনাথন ট্রট। বোর্ডের হাইপ্রোফাইল প্রার্থী হিসেবে সাক্ষাৎকার দিয়েছেন তারা।
এরইমধ্যে অবশ্য হেড কোচ নিশ্চিত হয়ে গেছে ভারতীয় দলের। এবার ব্যাটিং কোচ নিয়োগ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। একইসঙ্গে অবশ্য বোলিং ও ফিল্ডিং কোচ নিয়োগেরও তোড়জোড় চলছে।
ব্যাটিং কোচের সম্ভাব্য তালিকায় রামপ্রকাশ এবং ট্রট ছাড়াও ঘুরেফিরে এসেেছে শ্রীলঙ্কান থিলান সামারাবীরা, ভারতের সাবেক ক্রিকেটার প্রভিন আমর, আমল মজুমদার, ঋষীকেশ কানিতকার, বিক্রম রাঠোরের নাম।
কোচ নির্বাচনের দায়িত্বে থাকা প্যানেল সংক্ষিপ্ত তালিকা করে তা বোর্ডের কাছে পাঠাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। সাক্ষাৎকার প্রক্রিয়া অব্যাহত থাকলেও শোনা যাচ্ছে পুনরায় নিয়োগ পাওয়া শাস্ত্রী আগের স্টাফদের রেখেই কাজ করতে চাইছেন। স্টাফরা হলেন- সঞ্জয় বাঙ্গার (সহকারী কোচ), ভারত অরুন (বোলিং কোচ) ও আর শ্রীধর (ফিল্ডিং কোচ); যারা ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারাও সাক্ষাৎকার দিয়েছেন বোর্ডে।
এদিকে বোলিং কোচ হিসেবে শোনা যাচ্ছে ভেঙ্কাটেশ প্রসাদ, সুনিল যোশি আর অমিত ভান্ডারের নাম। অন্যদিকে সাবেক সাউথ আফ্রিকান ব্যাটসম্যান জোন্টি রোডসকে ফিল্ডিং কোচ হিসেবে চাইছে বিসিসিআই।