কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০১ পিএম, ২২ আগস্ট ২০১৯
কিংবদন্তি স্যার ভিভের সাক্ষাৎকার নিলেন কোহলি

ক্যারিবিয়ান দ্বিপপুঞ্জে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত। বৃহস্পতিবার (২২ আগস্ট) ম্যাচ শুরু আগে সাংবাদিক বনে চলে গিয়েছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিকেটার স্যার ভিভ রিচার্ডসের কাছ থেকে নিয়ে নিলেন টিপস। নিজেই উপস্থাপক হয়ে সাক্ষাৎকার নিয়ে চমকেও দিলেন সবাইকে।

আধুনিক ক্রিকেটের শুরুর দিকের সবচেয়ে বিধ্বংসী ক্রিকেটার ছিলেন স্যার ভিভ রিচার্ডস। ছিলেন সাহসিকতার অপর নামও। দুর্ধর্ষ সব পেসারদের বিপক্ষে হেলমেট ছাড়াই খেলতেন অবলীলায়। একের পর এক জাদুকরী শটে অসহায় বানিয়ে দিতেন বোলারদের। সত্তর-আশির দশকেই যিনি ওয়ানডে ক্রিকেটে ৯০ স্ট্রাইক রেটে খেলতেন।

কয়েক পর্বের এ সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সাক্ষাৎকারে স্যার ভিভকে ‘দ্য গ্রেটেস্ট’ হিসেবে উল্লেখ করে তিনি সব ব্যাটসম্যানদের অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন বিরাট কোহলি
sportsmail24
বন্ধুত্বপূর্ণ এ সাক্ষাৎকারে স্যার ভিভের কাছ থেকে কোহলি জেনে নেন সাহসী ব্যাটিংয়ের রহস্য এবং বোলারদের ওপর আধিপত্য বিস্তারের নানা কৌশল। শুরুতেই স্যার ভিভকে জিজ্ঞেস করেন নিজের প্রতি অগাধ বিশ্বাসের রহস্যটা কী?

ভিভও সহজভাবেই উত্তর দেন। বলেন , ‘আমি সবসময় চাইতাম নিজেকে যত ভালোভাবে উপস্থাপন করা যায়। সবসময় বিশ্বাস করতাম যে মাঠে লড়ার জন্য আমার যথেষ্ঠ সামর্থ্য রয়েছে।’

কথাপ্রসঙ্গে কোহলিও তুলে আনেন হেলমেট ছাড়া ব্যাটিংয়ের কথাও। স্যার ভিভের ক্যারিয়ারের শুরুতে ছিল না হেলমেট ব্যবহারের ব্যবস্থা। পরে হেলমেট ব্যবহার শুরু হলেও তিনি তা ব্যবহার করেননি।

স্যার ভিভ বলেন, ‘আমি বিশ্বাস করতাম যে আমি তো একজন পুরুষ। এটা হয়তো অহঙ্কারের মতো শোনায় কিন্তু আমি এটাই ভাবতাম। আমি যেকোনো সিদ্ধান্তে নিজেকে সাপোর্ট দিতাম। এমনকি বলের আঘাত পেলেও। কখনোই হেলমেট ব্যবহার করিনি- এটা পুরোপুরি সত্য নয়।’

তিনি বলেন, ‘আমি চেষ্টা করেছিলাম হেলমেট পরতে। কিন্তু সেটা আমার মাথায় অস্বস্তি অনুভব করতো। তাই আমার মনে হতো যে হেলমেটের বদলে ম্যারুন ক্যাপটাই ভালো। আমি এতে গর্বিত ছিলাম। সবসময় বিশ্বাস করতাম যে যদি ব্যথা পাই, সেটা অবশ্যই ঈশ্বরের ইচ্ছা। তাই এসব নিয়ে এতো ভাবতাম না।’



শেয়ার করুন :


আরও পড়ুন

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

ধোনির ঘাড়ে নিশ্বাস ফেলছেন কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

যা পেয়েছি তা স্বপ্নেও ভাবিনি : কোহলি

নতুন মেয়াদে রবি শাস্ত্রীই ভারতের কোচ

নতুন মেয়াদে রবি শাস্ত্রীই ভারতের কোচ

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!

ইনজুরির কথা লুকিয়ে বিশ্বকাপ খেলেছেন ধোনি!