শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ২১ আগস্ট ২০১৯
শ্রীলঙ্কাকে হারিয়ে সমতায় ফিরলো বাংলাদেশ এইচপি

ছবি : বিসিবি

ইয়াসির আলী ও নাজমুল হোসেন শান্তর জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে সফরকারী শ্রীলঙ্কা হাই পারফরমেন্স (এইচপি) দলকে দ্বিতীয় ওয়ানডেতে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। বুধবার (২১ আগস্ট) বিকেএসপির এক নম্বর মাঠে এ জয়ে তিন ম্যাচ সিরিজে সমতা ফিরলো বাংলাদেশ।

প্রথম ম্যাচে সফরকারীদের কাছে ১৮৬ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছিল স্বাগতিকরা। বাংলাদেশ দলের এ জয়ের ফলে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি এখন অঘোষিত ফাইনালে পরিণত হলো। আগামী ২৪ আগস্ট খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি।

ম্যাচ শুরুর আগে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় আহত-নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে উভয় দলের খেলোয়াড়রা।

প্রথমে ব্যাট করতে নেমে দলের পক্ষে সর্বোচ্চ কামিন্দু মেন্ডিজের ৬৫রানে ভর করে ৪৯.৪ ওভারে ২৭৩ রানে গুটিয়ে যায় লঙ্কান দলটি। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন ওপেনার পদুন নিশানকা। ৫৭ বল মোকাবেলায় আটটি বাউন্ডারি হাকান তিনি। এছাড়া শেষ দিকে জেহান ডেনিয়েল করে ৪৩ বলে ৪১ রান।

প্রথমবারের মত সম্প্রতি জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া পেসার শফিকুল ইসলাম বাংলাদেশ এইচপি দলের হয়ে ৫১ রানে ৩ উইকেট শিকার করেন। নাইম হাসান ৩৫ রানে নেন ২ উইকেট।

জবাবে তিনটি চার এবং পাঁচটি ওভার বাউন্ডারিতে ৯৩ বল মোকাবেলায় ইয়াসির আলীর ৮৫ এবং ৭৭ বলে শান্তর ৮৮ রানের সুবাদে ৪৯.৩ ওভারে ২৭৪ রানে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

ওপেনার সাইফ হাসান করেন ২৭ রান। শিরান ফার্নান্দো এবং জেহার ড্যানিয়েল শ্রীলঙ্কা এইচপির পক্ষে ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

ডোমিঙ্গোর লক্ষ্য টাইগারদের স্থায়ী সফলতা

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

‘জীবনেও একসঙ্গে এত সাংবাদিক দেখিনি’

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

খুলনার মাঠে বিপিএল চায় খুলনা টাইটান্স

এসেই মিরপুরে ঢু মারলেন ডোমিঙ্গো

এসেই মিরপুরে ঢু মারলেন ডোমিঙ্গো