ঢাকায় এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্ট। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশে পা রাখেন দক্ষিণ আফ্রিকান এ কোচ।
বিশ্বকাপের পর কোচিং বিভাগে বিশাল পরিবর্তন আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে। পেস বোলিংয়ে কোর্টনি ওয়ালশের জায়গায় নেওয়া হয়েছে চার্ল ল্যাঙ্গেভেল্টকে। আর স্পিন বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে নিয়োগ দিয়েছে বিসিবি।
প্রধান কোচসহ বোলিং কোচ পরিবর্তন হলেও বদল হননি ব্যাটিং কোচ। ব্যাটিং কোচ হিসেবে নিল ম্যাকেঞ্জি গত এক বছর ধরে কাজ করছেন। আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে বিসিবি।
কয়েক দিন পরেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। একটি টেস্ট খেলবে দুই দল। এর পর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে খেলবে ত্রিদেশীয় টি-২০ সিরিজ। এ দুটি সিরিজ সামনে রেখে সোমবার (১৯ আগস্ট) থেকে শুরু হয়েছে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্প।
এদিকে আজই ঢাকা আসছেন বাংলাদেশ দলের নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। কাতার এয়ারলাইন্সে আসা ডোমিঙ্গো বিকেল সোয়া ৫টায় ঢাকায় পা রাখবেন।
জানা গেছে, বুধবার (২১ আগস্ট) থেকে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেবেন দুই দক্ষিণ আফ্রিকান কোচ। তবে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি কবে যোগ দেবেন তা জানা যায়নি।