ফের সরগরম হোম অব ক্রিকেট! মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার থেকে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ট্রেনার মারিও ভিল্লাভারায়নের অধীনে শুরু হয়েছে এ ক্যাম্প।
টাইগারদের সামনে রয়েছে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট। তারপর ত্রিদেশীয় সিরিজ। দুই মিশনের জন্য ঘোষণা করা হয়েছে ৩৫ সদস্যের প্রাথমিক দল। তাদের নিয়েই এ ক্যাম্প; যদিও প্রথম দিনে ছিলেন না এ ৩৫ জনের অনেকেই।
তবে ছিলেন ইমরুল, রিয়াদ, মাশরাফি ও মুশফিক। হাসি-খুশি মেজাজেই দেখা গেল তাদের। মাশরাফি, মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদের ফিটনেস নিয়ে মোটেও চিন্তিত নন ফিজিও। প্রথম দিনের ক্যাম্প শেষে এই লঙ্কান বলছিলেন, ‘দেখুন, আগামী কয়েক মাসের মধ্যে কোনো ওয়ানডে নেই। তাই মাশরাফির ফিটনেস নিয়ে আমরা খুব একটা উদ্বিগ্ন কিংবা চিন্তিত নই। হাতে ঢের সময় আছে। তাকে তার মতো করে ট্রেনিং করতে দেয়া উচিত।’
চোট ছিল জাতীয় দলের দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফউদ্দীনের। তাদের নিয়ে ভিল্লাভারায়ন জানালেন, ‘দু'জনই এখন অনেকটাই সুস্থ। ফিটনেস লেভেল ভালো। অবশ্য ওদের নিয়ে আরও একটু কাজ করার দরকার আছে।’
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রথম দিন ‘ব্লিপ টেস্ট’ ও ফিটনেস ট্রেনিং করেছেন ক্রিকেটাররা। এভাবেই ক্যাম্প চলবে চারদিন।
ফিটনেস ট্রেনিংয়ের জন্য মাত্র চারদিন খুব একটা খুশি নন ভিল্লাভারায়ন। তিনি বলেন, ‘দেখুন, এই চারদিন মোটেও কন্ডিশনিং ক্যাম্পের জন্য যথেষ্ট নয়। কমপক্ষে চার সপ্তাহ বা ন্যূনতম ১৫ দিন হলে ভালো হতো। সামনে যেহেতু টেস্ট চারদিনেই এটা শেষ করতে হবে।’