এক বছরের জন্য নিষিদ্ধ হলেন মোহাম্মদ শেহজাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০১৯
এক বছরের জন্য নিষিদ্ধ হলেন মোহাম্মদ শেহজাদ

ফাইল ছবি

চুক্তি থেকে অনির্দিষ্টকালের জন্য তাকে বহিষ্কার হওয়ার পর এবার নিষিদ্ধ হলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে।

বোর্ডের নীতিমালা ভঙ্গের দায়ে এ নিষেধাজ্ঞার কারণে এক বছরের মধ্যে কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না তিনি। বোর্ডকে না জানিয়ে বার বার দেশের বাইরে গেছেন শেহজাদ। সম্প্রতি অনুশীলন করতে পাকিস্তানের পেশোয়ারে যান তিনি। আর এতেই চটেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)

এ বিষয়ে এক বিবৃতিতে এসিবি জানিয়েছে, দেশে অনুশীলনের সুন্দর ব্যবস্থা রয়েছে। অনুশীলন করার জন্য আফগান ক্রিকেটারদের দেশের বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

এদিকে এ নিষেধাজ্ঞার কারণে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্টে খেলতে পারবেন না মোহাম্মদ শেহজাদ। খেলতে পারবেন না বাংলাদেশ ও জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজও।

এরপর নিজেদের অস্থায়ী হোম ভেন্যু ভারতের দেরাদুনে ওয়েস্ট ইন্ডিজকে তিন টি-২০, তিন ওয়ানডে ও এক টেস্ট খেলার জন্য আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। সেই সিরিজটাও খেলতে পারবেন না শেহজাদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

শেহজাদকে বহিষ্কার করলো আফগানিস্তান বোর্ড

শেহজাদকে বহিষ্কার করলো আফগানিস্তান বোর্ড

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাহজাদ

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শাহজাদ

আফ্রিদির রেকর্ডে শেহজাদের স্পর্শ, ম্যাচের ফল নিয়ে অখুশি

আফ্রিদির রেকর্ডে শেহজাদের স্পর্শ, ম্যাচের ফল নিয়ে অখুশি

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান

আফগানিস্তানের তিন ফরম্যাটেই অধিনায়ক রশিদ খান